Coromandel Express accident

সকালে নবীন, বিকেলে মোদী, বালেশ্বরের হাসপাতালে গিয়ে কথা বললেন ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে

এখনও পর্যন্ত সরকারি হিসাব অনুযায়ী ২৮৮ জনের মৃত্যু ঘটেছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায়। আহত ৮০০-এর বেশি।

প্রতিবেদন: প্রচেতা, চিত্রগ্রহণ: সৌরভ, সম্পাদনা: বিজন

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
বালেশ্বর শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ২০:৪৬
Share:
Advertisement

বালেশ্বরের কাছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় আহতদের চিকিৎসা চলছে ওড়িশার তিনটি সরকারি হাসপাতালে। রেল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছে, আহতের সংখ্যা ৮০৩। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ৫৬ জন। শনিবার সকালে বালেশ্বর জেলা হাসপাতালে ভর্তি আহতদের সঙ্গে দেখা করে যান ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বিকেলে সেই একই হাসপাতাল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রেল ইতিমধ্যেই জানিয়েছে গুরুতর আহতদের এককালীন ২ লক্ষ টাকা এবং অল্প চোট-আঘাত যাঁরা পেয়েছেন, তাঁদের এককালীন ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে। মোদীর সঙ্গে কী কথা হল হাসপাতালে ভর্তি আহত যাত্রীদের? আনন্দবাজার অনলাইনে তারই বিবরণ দিলেন বালেশ্বর হাসপাতালে চিকিৎসাধীন এক যাত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement