Madan Mitra

দল হারতেই জার্সি বদল, মদনের বুকে এখন প্রতিশোধের আগুন!

মদন মিত্রের জার্সি বদল, কারণ কী জানেন?

প্রতিবেদন: সৌরভ, সম্পাদনা: শুভাশিস

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২২ ১৮:২৫
Share:
Advertisement

ফুটবল অন্তঃপ্রাণ। ব্রাজ়িলের অন্ধ ভক্ত। দুঙ্গা, বেবেতো, এডমিলসন বলতে অজ্ঞান। তাঁর সৌজন্যেই কলকাতায় পা পড়েছিল চুরানব্বইয়ের বিশ্বকাপ জয়ী ব্রাজ়িল দলের। সেই মদন মিত্রই কিনা ব্রাজ়িল ছেড়ে আর্জেন্টিনার সমর্থক! কাতার বিশ্বকাপের ফাইনালের আগে ঠিক এই অঘটনটাই ঘটল। নেমারদের খেলা দেখে মন ভরেনি। ব্রাজ়িল হারতেই কাতার থেকে ফিরে এসেছেন কলকাতায়। ফাইনালের টিকিট রয়েছে, কিন্তু ব্রাজ়িলই যখন নেই, তখন ময়দানে নেই মদনও। ফ্রান্স জিতলে অবাক হবেন না, কিন্তু মদন মন দিয়ে ফেলেছেন মেসিতে। তাঁর সাফ কথা, ‘‘আজ ব্রাজ়িলের হারের শোধ নেব। খেলা দেখব মেসির জার্সি পরে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement