Rituparno Ghosh

বইঘরে ভূত দেখেছিলেন ঋতুপর্ণ ঘোষ! ঠিক কী ঘটেছিল সেই রাত্রে?

প্রয়াণের এক দশক পার। আজও অমলিন তাঁর সৃষ্টির ভান্ডার। তাঁর বাড়ি ‘তাসের ঘর’ দেখেছে সে সময়ে সিনেমা জগতের ওঠাপড়া।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ৩০ মে ২০২৩ ১৯:৫৩
Share:
Advertisement

ছকভাঙা চিত্রনাট্য আর ছবির পরতে পরতে নান্দনিকতার ছোঁয়া। তাঁর হাত ধরেই সৃষ্টি ‘চোখের বালি’, ‘সব চরিত্র কাল্পনিক’, ‘উনিশে এপ্রিল’, ‘চিত্রাঙ্গদা’-র মতো চমকপ্রদ ছবি। তাঁর প্রয়াণ দিবসে রইল একগুচ্ছ রোজনামচা। সাধের বইঘর, আড্ডাঘরের প্রিয় অর্ধনারীশ্বরের মূর্তি, মেহগনি কাঠের আয়নায় লেগে রয়েছে স্মৃতির পরশ। এই বাড়িতেই হাঁটতে শিখেছিলেন রাইমা সেন। শর্মিলা ঠাকুরের রূপটান ঘর ছিল এই ‘তাসের ঘর’। ঋতু’র বাড়ির আনাচ কানাচ, ফিরে দেখা তাঁর ব্যক্তিসত্তার ভাঙাগড়া।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
সর্বশেষ ভিডিয়ো
Advertisement