জিএসটি অর্থাৎ পণ্য এবং পরিষেবা লেনদেনে দেশের জন্য একটি অভিন্ন কর কাঠামো এবং আর্থিক ব্যবস্থা। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ শাসনে সেই ব্যবস্থা আইনসভায় পাশ করা সম্ভব হয়নি।
২০১৪। বিজেপি নেতৃত্বাধীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার সংবিধান সংশোধনী চেয়ে জিএসটি বিল সংসদে পেশ করে।
২০২৫। এ বার জিএসটি-র নতুন সংস্করণ। ‘জিএসটি ২.০’। প্রধানমন্ত্রী বলছেন, এটাই দেশের মানুষের জন্য কেন্দ্রের দীপাবলির উপহার।