১০৪ অবৈধবাসী ভারতীয়কে নিয়ে অমৃতসরে নামল আমেরিকার সামরিক বিমান। উড়ান নিয়ে প্রথম থেকেই অদ্ভূত গোপনীয়তা। কত জন ভারতীয়কে ফেরানো হচ্ছে তা নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। মঙ্গলবার আমেরিকার মাটি ছাড়ার পরে কোনও ফ্লাইট ট্র্যাকারেও বিমানটির গতিপথ ধরা পড়েনি। দীর্ঘ যাত্রাপথ পেরিয়ে সরাসরি আমেরিকা থেকে ভারতে এসেছে এই বিমান। নয়াদিল্লির বদলে কেন পঞ্জাবের অমৃতসরে অবতরণ ওই বিমানের?