শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়ে দিল্লির কাছে আবেদন ঢাকার। বাংলাদেশের আবেদনের কথা স্বীকার ভারতের বিদেশ মন্ত্রকের।
২০১৩। দিল্লিতে মনমোহন সিংহের নেতৃ্ত্বাধীন ইউপিএ সরকার। ঢাকার মসনদে শেখ হাসিনা। ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত হল প্রত্যর্পণ চুক্তি। আদালতের রায়ে প্রত্যর্পণ করার মতো অপরাধীকে এক দেশে অপর দেশের হাতে তুলে দেবে। সম্মত হয় দুই দেশ।
২০১৬। চুক্তিতে সংশোধন। আরও সহজ হয় প্রত্যর্পণের পথ। শুধু গ্রেফতারি পরোয়না থাকলেই প্রত্যর্পণ করা যাবে। প্রয়োজন হবে না কোনও তথ্যপ্রমাণ। সংশোধিত চুক্তি অনুযায়ী ভারতের কাছে শেখ হাসিনার প্রত্যর্পণের আবেদন জানিয়েছে বাংলাদেশ।