সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কোনও এলাকা ১০০ মিটার উঁচু হলে, তবেই তাকে আরাবল্লি পাহাড়ের অংশ বলা যাবে। এই বিধানে, আরাবল্লি পাহাড়শ্রেণির বেশিরভাগ অংশই অংসরক্ষিত হয়ে যাওয়ার আশঙ্কা। ১০০ মিটার উচ্চতার শর্ত পূরণ করে মূল পাহাড়শ্রেণির মাত্র ৮.৭%। সুপ্রিম রায়ে আরাবল্লিতে অনিয়ন্ত্রিত খনন ও পর্যটন বাড়ার আশঙ্কা।