টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলির অবসর। ইনস্টাগ্রামে লিখলেন—
‘১৪ বছর আগে এই ব্যাগি ব্লু টুপি পরেছিলাম। সত্যি বলছি, এতটা দূর পর্যন্ত আসব ভাবিনি। এই ফরম্যাট আমার পরীক্ষা নিয়েছে, আমাকে তৈরি করেছে। যা বাকি জীবনে আমার শিক্ষা হয়ে থাকবে। সাদা জার্সিতে খেলার অনুভূতি সব সময়ই হৃদয়ের গভীরতা পেয়েছে। দীর্ঘ চলা শব্দহীন সংঘর্ষ, আর তার ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখেনি— শুধু আমার সঙ্গে থেকে যাবে। চলে যাওয়া কঠিন, তবে এটাই শ্রেষ্ঠ সময় মনে হয়েছে। আমার সব দেওয়ার শেষটুকু পর্যন্ত আমি দিয়েছি। যা পেয়েছি তা প্রাপ্যের চেয়েও প্রচুর। আমি হৃদয় ভরা কৃতজ্ঞতা নিয়ে চলে যাচ্ছি। যাদের সঙ্গে এক মাঠে খেলেছি এবং যারা আমার পথের পথিক হয়ে এই পথচলার সাক্ষী থেকেছেন তাঁদের প্রত্যেকের প্রতি আমি ঋণী । আমি যখনই ফিরে তাকাব, আমার মুখে থাকবে এক পরিতৃপ্ত হাসি।’