বাংলাদেশের সব থেকে প্রাচীন দল আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বিবৃতি দিয়ে জানিয়েছেন, সন্ত্রাস বিরোধী কার্যকলাপ আইনের অধীনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হল।
২০২৪, পাঁচ অগস্ট। বাংলাদেশে গণঅভ্যুত্থান। পতন হয় আওয়ামী লীগ সরকারের। দেশ ছাড়েন শেখ হাসিনা। অভিভাবকহীন বাংলাদেশের দায়িত্ব নেন মুহাম্মদ ইউনূস। এর পর থেকেই অশান্ত বাংলাদেশ। কখনও মৌলবাদী সংগঠনের দাপট। কখনও বিরোধী কণ্ঠস্বরকে দমন। আবার কখনও চক্রান্তের তত্ত্ব নিয়ে রাজনৈতিক বিতর্ক। আওয়ামী লীগ নিষিদ্ধের নেপথ্যেও কি রয়েছে কোনও রাজনৈতিক অভিসন্ধি?