ঝাড়খণ্ডে টানা বৃষ্টি। দামোদরের বিপুল পরিমাণ জল দুর্গাপুর ব্যারেজ হয়ে ঢুকছে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে। যার ফলে ইতিমধ্যেই প্লাবিত খানাকুল, আরামবাগ, উদয়নারায়াণপুরের মতো এলাকা। পাঞ্চেত, মাইথনে যে ভাবে জল বাড়ছে তাতে আশঙ্কা আরও বাড়ছে। আর এই পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্র এবং ডিভিসি-কে ধারাবাহিক ভাবে দায়ী করেছেন মমতা।