দেশের মাটি, সীমান্ত রক্ষায় সামনের সারিতে পুরুষেরা। এটাই ছিল অলিখিত নিয়ম। সময়ের সঙ্গে সঙ্গে তা বদলেছে। আজ ভারতীয় সেনা, নৌবাহিনী ও বায়ুসেনায় অসংখ্য মহিলা দক্ষ অফিসার। পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের জবাব অপারেশন সিঁদুর। যে অভিযানের খুঁটিনাটি জানাতে সামনে আসেন কর্নেল সোফিয়া কুরেশি, উইং কমান্ডার ব্যোমিকা সিংহ। শুধু কর্নেল কুরেশি বা উইং কমান্ডার সিংহ না, অপারেশন সিঁদুরের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সশস্ত্র বাহিনীর বহু মহিলা অফিসার ও সীমান্ত রক্ষা বাহিনীর জওয়ানেরা।