মেরেকেটে ২০ মিনিট, মাঠে ছিলেন মেসি। কিন্তু তাঁকে দেখা গেল কই? সারা ক্ষণই মেসিকে ঘিরে কালো মাথার সারি। যুবভারতীতে সবুজ ঘাসে আছড়ে পড়ল ক্ষোভ। চরম বিশৃঙ্খলা। দেশের সামনে মাথা হেঁট কলকাতার। মুখ্যমন্ত্রী মাঠে পৌঁছোনোর আগে অনুষ্ঠান শেষ। টুইট করে তিনি দুঃখপ্রকাশ করলেন। ক্ষমা চাইলেন মেসি এবং দর্শকদের কাছে। গড়লেন তদন্ত কমিটি। মেসি-সফরের মূল উদ্যোক্তা, শতদ্রু দত্ত গ্রেফতার। শনিবারের যুবভারতীতে যা ঘটল, তার দায় কার?