Viral Video

হাঁটা শিখতে গিয়ে বার বার পড়ে গেল জিরাফ শাবক, তার পর যা খেল দেখাল

বেশ কয়েক বার দাঁড়ানোর চেষ্টা করল জিরাফ শাবকটি। কিন্তু প্রত্যেক বারই মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল সে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মে ২০২৩ ১৮:২০
Share:

জিরাফ শাবকের কাণ্ড দেখে মজেছেন অনেকে। ছবি টুইটার।

দু’পায়ে ভর করে দাঁড়িয়ে শিশুদের প্রথম বার হাঁটা বাবা-মায়ের জন্য বিশেষ মুহূর্ত। জন্তুদের ক্ষেত্রেও এই অনুভূতিটা হয়তো খুব আলাদা কিছু নয়। সন্তানের জন্ম দিয়েছিল একটি জিরাফ। তার সেই শাবকটি কী ভাবে একা একাই দাঁড়াল, তা দেখলে মন ভরে যাবে।

Advertisement

চারদিকে খড়-আগাছা বিছানো রয়েছে। তার উপরে বসে রয়েছে একটি জিরাফ শাবক। ৪ পায়ে ভর করে দাঁড়ানোর চেষ্টা করছে সে। কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে তার মা। সন্তান প্রথম বার নিজের পায়ে দাঁড়াচ্ছে, এটা যেন দূর থেকে দেখছিল তার মা। তবে জিরাফ শাবকটিকে দাঁড়াতে কোনও সাহায্য করছে না তার মা। হয়তো তার মা চেয়েছিল, কারও সাহায্য ছাড়াই যেন তার সন্তান নিজের পায়ে দাঁড়াতে পারে।

বেশ কয়েক বার দাঁড়ানোর চেষ্টা করল জিরাফ শাবকটি। কিন্তু প্রত্যেক বারই মুখ থুবড়ে পড়ে যাচ্ছিল সে। তার বার বার চেষ্টা করছিল শাবকটি। কিন্তু কিছুতেই সফল হয়নি সে। তবে ধৈর্য হারায়নি শাবকটি। হালও ছাড়েনি। আর তাই বেশ কয়েক বারের চেষ্টার পর নিজে নিজেই দাঁড়াল জিরাফ শাবকটি। তার পর হেঁটে হেঁটে মায়ের কাছে গেল। সন্তানের এই কীর্তিতে তখন তার মা-ও যেন আপ্লুত। মুখ বাড়িয়ে শাবকটিকে কাছে টেনে নিল সে।

Advertisement

এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। তবে ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ভিডিয়োটি কোন এলাকার, তা জানা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement