ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
সমাজমাধ্যমে ঘনিষ্ঠতা। একে অপরের সঙ্গে রিল আদানপ্রদান। তার থেকে জমে উঠল প্রেম। সেই প্রেমের টানে ১৫ বছরের সংসার, ১২ বছরের সন্তানকে ফেলে পুলিশের হাত ধরে পালিয়ে গেলেন ব্যাঙ্গালোরের এক বধূ। বেঙ্গালুরুর এইচএসআর লেআউট থানার কনস্টেবল রাঘবেন্দ্রের সঙ্গে পালিয়ে যান মণিকা নামের ওই তরুণী। তাঁর স্বামী লেআউট থানায় অভিযোগ করেন। মণিকা মূল্যবান গয়না, জিনিসপত্র এবং নগদ টাকা নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন।
সংবাদমাধ্যম সূত্রের খবর, মাইসুরুর বাসিন্দা মণিকা এবং উত্তর কর্নাটকের বাসিন্দা রাঘবেন্দ্র ইনস্টাগ্রামে একসঙ্গে ছোট ছোট ভিডিয়ো শেয়ার করছিলেন। স্বামী পুলিশকে জানিয়েছেন যে, তিনি এবং মণিকা প্রায় ১৫ বছর ধরে বিবাহিত। তাঁদের ১২ বছরের একটি ছেলে রয়েছে। তিনি আরও জানান যে মণিকা এর আগেও এক বার বিয়ে করেছিলেন। তাঁর প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর তিনি দ্বিতীয় বিয়ে করেছিলেন। স্বামীর অভিযোগ, সম্প্রতি কনস্টেবল রাঘবেন্দ্রের সঙ্গে তাঁর সম্পর্ক গড়ে ওঠে। মণিকা ১৬০ গ্রাম সোনার গয়না এবং ১.৮০ লক্ষ টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে যান।
অন্য দিকে পুলিশ জানিয়েছে, মণিকা নিজেই প্রায় তিন মাস আগে লেআউট থানায় যোগাযোগ করেছিলেন। তাঁর অভিযোগ ছিল স্বামীর সঙ্গে বনিবনা হচ্ছে না। সম্পর্ক ঠিকঠাক করার জন্য পুলিশের হস্তক্ষেপ দাবি করেন। স্বামীকে কাউন্সেলিং করার জন্য পুলিশকে অনুরোধও জানিয়েছিলেন মণিকা। তাঁর অভিযোগের ভিত্তিতে পুলিশ স্বামীকে কাউন্সেলিংয়ের জন্য থানায় ডেকে পাঠান। পরে পুলিশকে মণিকার স্বামী জানান, টাকা-গয়না নিয়ে তাঁর স্ত্রী প্রেমিকের হাত ধরে পালিয়ে গিয়েছেন। ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকেরা কনস্টেবল রাঘবেন্দ্রকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন। বর্তমানে দু’জনকে খুঁজে বার করার চেষ্টা করছে পুলিশ। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে বলে পুলিশ সূত্রে খবর।