bizarre

সুঠাম পুরুষদের দিকে তাকান, মহিলাদের রক্তাল্পতা ও মানসিক চাপমুক্ত হওয়ার দাওয়াই চিকিৎসকের!

চিনের জিয়াহে শেনজেন হাসপাতালে কর্তব্যরত ওই চিকিৎসক সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করে এই সুপারিশ করেন। তিনি প্রকাশ্যেই বলেছেন, ‘‘মানসিক চাপ কমানোর জন্য মহিলাদের পেশিবহুল পুরুষদের দিকে আরও বেশি করে তাকানো উচিত।’’

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১৫:১৯
Share:

—প্রতীকী ছবি।

শরীর অসুস্থ? অতিরিক্ত দুর্বল? রক্তাল্পতা? ওষুধ বা পথ্যের প্রয়োজন নেই। সুন্দর পুরুষদের দিকে তাকিয়ে থাকলেই কেল্লা ফতে! এমনই অদ্ভুত এক দাওয়াইয়ের সন্ধান দিলেন চিনের এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ। যে মহিলাদের শরীরে শক্তির অভাব রয়েছে বা রক্তের ঘাটতিতে ভুগছেন, তাঁদের জন্য এই বিশেষ পরামর্শ দিলেন সরকারি হাসপাতালের এক শীর্ষস্থানীয় চিকিৎসক। শারীরিক অবস্থার উন্নতি ঘটাতে ও মানসিক চাপ কমাতে পেশিবহুল পুরুষদের দিকে তাকানো উচিত বলে নিদান দিলেন হি ঝেনিয়ে নামের ওই চিনা চিকিৎসক।

Advertisement

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুসারে, চিনের জিয়াহে শেনজেন হাসপাতালে কর্তব্যরত ওই চিকিৎসক সমাজমাধ্যমে একটি ভিডিয়ো প্রকাশ করে এই সুপারিশ করেছেন। তিনি প্রকাশ্যেই বলেন, ‘‘মানসিক চাপ কমানোর জন্য মহিলাদের পেশিবহুল পুরুষদের দিকে আরও বেশি করে তাকানো উচিত।’’ এই চিকিৎসক চিনের সমাজমাধ্যমে বেশ জনপ্রিয়। ১ লক্ষ ৩৩ হাজারের বেশি অনুরাগী রয়েছে তাঁর। সেই অ্যাকাউন্ট থেকে নানা ভিডিয়ো পোস্ট করে তিনি নিয়মিত ভাবে মহিলাদের স্বাস্থ্য এবং স্ত্রীরোগ সংক্রান্ত নানা পরামর্শ দিয়ে থাকেন।

তাঁর মতে, প্রাণশক্তির অভাব এবং রক্তের ঘাটতি রয়েছে এমন মহিলা রোগীদের প্রায়শই মেজাজ খিটখিটে হয়ে থাকে। তাঁরা উচ্চ মাত্রার মানসিক চাপও অনুভব করেন। সেই সব রোগীদের তিনি রোম্যান্টিক সম্পর্ক থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন। তার বদলে সুঠাম দেহের অধিকারী পুরুষদের দিকে তাকিয়ে আনন্দ উপভোগ করার পরামর্শ দিয়েছেন। হি ব্যাখ্যা করেছেন, সুন্দর কিছু চোখের সামনে থাকলে শরীরে ডোপামিন উৎপাদন বেড়ে যায়। এই হরমোনটি মানসিক চাপ কমাতে এবং মেজাজ ভাল রাখতে সাহায্য করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement