viral video

কুকুরের ভয়ে পুরোনো বাড়ির তিন তলায় উঠল গরু! ক্রেনের সাহায্যে অবোলা জীবকে উদ্ধার করল দমকল

মাঠে চরার সময় বেশ কয়েকটি কুকুর একটি গরুকে তাড়া করে। তাড়া খেয়ে গরুটি এলাকার পুরোনো বাড়ির প্রাঙ্গণে ঢুকে পড়ে। একটি সরু কাঠের সিঁড়ি বেয়ে তিন তলায় উঠে পড়ে সেটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ০৯:২৮
Share:

ছবি: সংগৃহীত।

কুকুরের তাড়া খেয়ে সটান একটি বাড়ির তিনতলার বারান্দায় উঠে পড়েছিল একটি গরু। তাঁকে সেখান থেকে নামানোর জন্য প্রচুর কাঠখড় পোড়াতে হল প্রশাসনকে। রবিবার পুণের পেঠ এলাকায় এই ঘটনাটি ঘটেছে। সকাল ৬টা নাগাদ একটি গরু কুকুরের ভয়ে প্রাণপণে দৌড়তে দৌড়তে পুরোনো একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। শেষমেশ দমকল ডেকে বারান্দা দিয়ে সেটিকে নামানো হয়। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ক্রেনে বেঁধে ধীরে ধীরে গরুটিকে নামানো হচ্ছে। নিরাপত্তার জন্য গরুটির গায়ে বাঁধা হয়েছিল একাধিক বেল্ট। ক্রেনে করে নামানোর চেষ্টা হতেই ভয়ে ছটফট করে ওঠে সেটি। সংবাদমাধ্যমে বলা হয়েছে, মাঠে চরার সময় বেশ কয়েকটি কুকুর একটি গরুকে তাড়া করে। তাড়া খেয়ে গরুটি এলাকারই একটি পুরোনো বাড়িতে ঢুকে পড়ে। একটি সরু কাঠের সিঁড়ি বেয়ে তিন তলায় উঠে যায় সেটি। গরুটিকে নীচে নামানোর উপায় না দেখে বাসিন্দারা দমকলে খবর দেন। দমকলের কর্মীরা সঙ্কীর্ণ সিঁড়ি দিয়ে গরুটিকে উদ্ধার করার ঝুঁকি নেননি। তাই তাঁরা ক্রেনের বন্দোবস্ত করেন। ক্রেন দিয়ে বারান্দা থেকে সাবধানে গরুটিকে উদ্ধার করা হয়।

সেই উদ্ধারের ভিডিয়োই ‘পুণে ফার্স্ট’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে প্রকাশিত হয়েছে। বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। অনেকেই ভিডিয়োটিতে লাইক ও কমেন্ট করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement