ছবি: সংগৃহীত।
বিয়েবাড়িতে ঢুকে প্রকাশ্যে বরকে ছুরি মেরে পালিয়ে গেল দুই যুবক। অন্ধ্রপ্রদেশের অমরাবতীর বাদনেরা এলাকার ঘটনা। মঙ্গলবার রাতে বিয়ের আসরে ঢুকে পড়ে দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। বিয়ের অনুষ্ঠান চলাকালীন দুই যুবক ধারালো ছুরি দিয়ে বরকে আক্রমণ করে। বিয়ের আসরের ভিডিয়ো তুলছিলেন ক্যামেরাম্যান। তিনি ড্রোন দিয়ে দুই কিলোমিটার পর্যন্ত আক্রমণকারীদের ধাওয়া করেন। সেই ঘটনারই একটি ভিডিয়ো ফুটেজ সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, বাদনেরার রোডের সাহিল লনে বিয়ের অনুষ্ঠান চলছিল। পাত্রের নাম সুজল। হঠাৎ করে সেই অনুষ্ঠানে ঢুকে নৃশংস ভাবে আক্রমণ করা হয় তাঁকে। ছুরিকাহত তরুণকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ মামলা দায়ের করেছে। অভিযুক্তের খোঁজ শুরু করেছে পুলিশ। ড্রোন ক্যামেরায় তোলা দুষ্কৃতী হামলা ও পালিয়ে যাওয়ার নাটকীয় দৃশ্যটি ধরা পড়েছে। হামলার পর পাত্র সুজল গুরুতর আহত হন। কনে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়েন। বরের বাবা আক্রমণকারীদের ধরার চেষ্টা করলে, ছুরি হাতে এক যুবক তাঁকেও আক্রমণ করার চেষ্টা করেন বলে অভিযোগ। হামলার কারণ অজানা।
ভিডিয়োয় দেখা গিয়েছে হামলা চালানোর পর দুই যুবক বাইকে চড়ে পালিয়ে যান। ক্যামেরাম্যান একটি ড্রোন তাঁদের পিছু পিছু চালিয়ে ওই দুই যুবকের ছবি তোলেন। ভিডিয়োটি ‘সত্যান্বেষী’ নামের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখার পর সমাজমাধ্যমে বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, এত লোকের সামনে কী ভাবে দুষ্কৃতীরা ছুরি নিয়ে হামলা করার সাহস দেখাল! নেটাগরিকদের একাংশ মনে করছেন পুরনো কোনও শত্রুতার বদলা নেওয়ার জন্য এই কাজ করেছেন দুই যুবক।