viral video

বিষধর সাপের ফণা মুখে পুরে শূন্যে নাচিয়ে জব্দ করার চেষ্টা প্রৌঢ়ের! ‘যমরাজের সঙ্গে ওঠাবসা’ বলল নেটপাড়া

ভিডিয়োয় দেখা গিয়েছে কালো জামা-প্যান্ট ও গলায় মালা পরা ওই ব্যক্তি ঝুঁকে পড়ে নিজের মুখে সাপটির ফণা পুরে নেন। এই অবস্থাতেই তিনি সাপটিকে মুখে করে তুলে মাটি থেকে দাঁড়িয়ে পড়েন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০২৫ ০৭:৫১
Share:

ছবি: সংগৃহীত।

খালি হাতে সাপ ধরার বহু ভিডিয়োই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। আবার সাপের সঙ্গে কেরামতি দেখাতে গিয়ে অনেকেই মৃত্যুকে ডেকে আনেন। তেমনই একটি শিউরে ওঠা ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। প্রকাশ্যে বিষধর ফণা তোলা সাপকে মুখ দিয়ে কব্জা করলেন এক ব্যক্তি। ভিডিয়োটি সমাজমাধ্যমে ঝড় তুলেছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তায় ধারে একটি রকের সামনে কয়েক জন জড়ো হয়ে বসে রয়েছেন। রাস্তায় পড়ে রয়েছে একটি সাপ। সেটিকে প্রথমে হাত দিয়ে ধরার চেষ্টা করেন এক প্রৌঢ়। সাপটি তাঁকে এক বার ছোবলও মারে। সাপটি পালানোর চেষ্টা করতেই কালো জামা-প্যান্ট ও গলায় মালা পরা ওই ব্যক্তি ঝুঁকে পড়ে নিজের মুখে সাপটির ফণা পুরে নেন। এই অবস্থাতেই তিনি সাপটিকে মুখে করে তুলে মাটি থেকে দাঁড়িয়ে পড়েন। সাপটি ওই অবস্থাতেই লেজ দিয়ে ঝাপটা মারার চেষ্টা করে। তার পর সাপটিকে মুখ থেকে মুক্ত করে দেন। হাতে করে সাপ ধরে বস্তাবন্দি করেন ওই প্রৌঢ়।

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘ডিআর_ক্রিয়েটিভআপ৪৭’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি পোস্ট করার অল্প সময়ের মধ্যে কয়েক লক্ষ বার দেখা হয়েছে। ১ লক্ষের বেশি লাইক জমা পড়েছে তাতে। প্রৌঢ়ের দুঃসাহস দেখে অনেক নেটাগরিক তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। এক জন লিখেছেন, ‘‘যমরাজের সঙ্গে নিয়মিত ওঠাবসা রয়েছে এই ব্যক্তির।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘বিষদাঁত উপড়ে নেওয়া আছে সাপটির। তা না হলে এত ক্ষণে যমের সঙ্গে দেখা হয়ে যেত।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement