Dimple Yadav

দলীয় প্রার্থীর প্রচারে গিয়ে অপ্রস্তুত! লজ্জায় লাল হলেন অখিলেশ-জায়া ডিম্পল, কী এমন ঘটল?

উত্তরপ্রদেশের মিল্কিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করতে গিয়েছিলেন অখিলেশ-জায়া তথা সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। প্রচারগাড়িতে চেপে যাচ্ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩০
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

উত্তরপ্রদেশের মিল্কিপুর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীর সমর্থনে রোড শো করতে গিয়েছিলেন অখিলেশ-জায়া তথা সমাজবাদী পার্টির সাংসদ ডিম্পল যাদব। গাড়িতে চেপে প্রচার করছিলেন তিনি। রাস্তায় সমাজবাদী পার্টির কর্মী-সমর্থকদের ঢল নেমেছিল। সেই সময়ই ডিম্পলের সঙ্গে এমন কিছু ঘটল, যা নিয়ে হইচই পড়ে গিয়েছে রাজ্য জুড়ে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমেও আলোড়ন তৈরি হয়েছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। কিন্তু ঠিক কী ঘটেছিল ডিম্পলের সঙ্গে?

Advertisement

উত্তরপ্রদেশের অযোধ্যার মিল্কিপুর বিধানসভা আসনে ৫ ফেব্রুয়ারি উপনির্বাচন হওয়ার কথা, যার জেরে সেই বিধানসভা কেন্দ্রে ব্যস্ততা তুঙ্গে। ওই আসনে জয় নিশ্চিত করতে জোরকদমে প্রচার চালাচ্ছে বিজেপি। একই সঙ্গে সেই আসন বাঁচানোর লড়াইয়ে নেমেছে সমাজবাদী পার্টিও। সেই উপলক্ষেই দলীয় প্রার্থী অজিত প্রসাদের হয়ে মিল্কিপুরে প্রচারে নেমেছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের স্ত্রী তথা সাংসদ ডিম্পল। রোড শো-য়ে সমাজবাদী পার্টির অনেক মহিলা কর্মী-সমর্থকও উপস্থিত ছিলেন। প্রচার চলাকালীন শত শত মানুষকে ‘সমাজবাদী পার্টি জিন্দাবাদ’, ‘ডিম্পল ভাবী জিন্দাবাদ’, ‘অখিলেশ ভাইয়া জিন্দাবাদ’ স্লোগান তুলতে দেখা যায়। দলীয় কর্মীদের উচ্ছ্বাস দেখে ডিম্পলের মুখে হাসি ফোটে। এমন সময় ভিড়ের মধ্যে থেকে উড়ে আসে একটি ফুলের মালা। সেই মালা সোজা ডিম্পলের গলায় গিয়ে পড়ে। অপ্রস্তুত হয়ে পড়েন তিনি। লজ্জা পেয়ে যান। সঙ্গে সঙ্গে গলা থেকে মালা খুলে একপাশে রেখে দেন। এর পরে ডিম্পল কর্মীদের ইঙ্গিত করে ওই ভাবে ফুলের মালা না ছোড়ার নির্দেশ দেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। নেটাগরিকদের অনেকেই সেই ভিডিয়ো দেখে অনেক রকম মন্তব্য করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, ‘‘মিল্কিপুরের মানুষ সমাজবাদী পার্টিকে আশীর্বাদ করেছেন। তাঁরা শুধু সময়ের অপেক্ষা করছেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘যে ব্যক্তি মালা ছুড়েছেন, তাঁর দেশের ক্রিকেট দলে জায়গা পাওয়া উচিত। অব্যর্থ লক্ষ্য।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement