viral video

সাফারি করতে গিয়ে বিরল দৃশ্যের সাক্ষী, জিরাফ দেখতে গিয়ে কী দেখলেন দর্শকেরা?

ভিডিয়োয় দেখা গিয়েছে সাফারির জিপটি একটি বিশাল জিরাফের সামনে দাঁড়িয়ে রয়েছে। দর্শকেরা প্রাণীটির ছবি তুলতে ব্যস্ত। হঠাৎই সাফারির গাইড ও জিপচালক তরুণীর নজর পড়ে বিশেষ একটি ঘটনার দিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১৫:৪৭
Share:

আফ্রিকার জঙ্গলে সাফারি করতে বেরিয়েছিলেন দুই বিদেশি তরুণী। ইচ্ছা ছিল প্রাণ ভরে জিরাফের বন বিচরণের দৃশ্যের সাক্ষী থাকার। দেখার ইচ্ছা ছিল, কেমন করে জঙ্গলে ঘুরে বেড়ায় বিশালদেহী প্রাণীগুলি। সাফারিতে অংশ নিয়ে তাঁরা বেশ কয়েকটি জিরাফের দেখা পান। সেই দৃশ্য দেখার পাশাপাশি আরও একটি বিরল দৃশ্য চাক্ষুষ করার সৌভাগ্য হয় সেই দলটির। সেই দলের এক সদস্য অ্যামি ডিপোল্ডের ইনস্টাগ্রামে পোস্ট করা এক অভূতপূর্ব ঘটনার ভিডিয়ো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

দক্ষিণ আফ্রিকার ক্রুগার জাতীয় উদ্যানে তোলা সেই ভিডিয়োয় ধরা পড়েছে একটি মা জিরাফ সন্তানের প্রসবের দৃশ্য। সেই ভিডিয়ো দেখে অভিভূত হন দর্শকেরা। ভিডিয়োয় দেখা গিয়েছে সাফারির জিপটি একটি বিশাল জিরাফের সামনে দাঁড়িয়ে রয়েছে। দর্শকেরা প্রাণীটির ছবি তুলতে ব্যস্ত ছিলেন। হঠাৎ করেই সাফারির গাইড ও জিপচালক তরুণীর নজর পড়ে বিশেষ কোনও ঘটনার দিকে। তিনি দ্রুত গাড়ি নিয়ে সে দিকে এগিয়ে যান। কিছুটা পথ যাওয়ার পর দেখা যায় আচমকাই মাটিতে শুয়ে পড়ে একটি জেব্রা। ক্যামেরা ফোকাস করতে দেখা যায় জেব্রাটি একটি শাবক প্রসব করছে। সেই শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখে রোমাঞ্চিত হয়ে পড়েন সাফারি দলের সদস্যেরা। এই ধরনের ঘটনা সাফারি পার্কে খুব একটা চোখে পড়ে না বলে গাইড জানিয়েছিলেন ডিপোল্ডকে।

ভি়ডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা নজর কেড়েছে সমাজমাধ্যমের। এখন পর্যন্ত ২ কোটি ১০ লক্ষ বার দেখা হয়েছে সেটি। প্রায় ১৭ লক্ষ নেটাগরিক ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন ভিডিয়োয়। এক জন ব্যবহারকারী ডিপোল্ডের উদ্দেশে লিখেছেন ‘‘আপনি ভাগ্যবান যে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছেছেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement