Viral Video

স্কুলের ‘অন্য রকম’ ছাত্র! বালকের সঙ্গে প্রতি দিন স্কুলে যায় তার বন্ধু কুকুর, রইল মন ভাল করা ভিডিয়ো

১০-১২ বছরের এক বালক তার বয়সি অন্য বালকদের মতো প্রতি দিন স্কুলে আসে। বালকটিকে সঙ্গ দেয় তার বন্ধু কুকুর। কুকুরটি প্রতি দিন বালকটির সঙ্গে স্কুলে আসে। বালকটি ক্লাসে চলে গেলে তার জন্য বাইরে অপেক্ষা করে কুকুরটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১২:৫৬
Share:

ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

প্রভুভক্ত প্রাণীদের তালিকায় কুকুরের নাম বরাবরই প্রথমে থাকে। সাধারণত যে কোনও কুকুরকেই একটু ভালবাসা দিলে তারা প্রভুভক্ত হয়ে যায়। প্রভুর সঙ্গে মাইলের পর মাইল চলে যেতেও কুন্ঠা বোধ করে না তারা। সম্প্রতি একটি কুকুর ও তার ছোট্ট স্কুলপড়ুয়া বন্ধুর মন ভাল করা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। ১০-১২ বছরের এক বালক তার বয়সি অন্য বালকদের মতো প্রতি দিন স্কুলে যায়। বালকটিকে সঙ্গ দেয় তার বন্ধু কুকুর। কুকুরটি প্রতি দিন বালকটির সঙ্গে স্কুলে যায়। বালকটি ক্লাসে চলে গেলে তার জন্য বাইরে অপেক্ষা করে কুকুরটি। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কোথায় ঘটেছে তা-ও সেই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ১০-১২ বছরের বালক স্কুলে এসেছে। বালকটি একা আসেনি, সঙ্গে তার বন্ধুও এসেছে। কিন্তু এই বন্ধু বালকের আর পাঁচ জন বন্ধুর চেয়ে আলাদা। বালকের সঙ্গে স্কুলে এসেছে একটি কুকুর। এই অন্য ‘পড়ুয়া’কে দেখে শিক্ষক ক্যামেরা হাতে বেরিয়ে আসেন। তিনি-ই ঘটনাটি ক্যামেরাবন্দি করেছেন। সেই ভিডিয়োটি করার সময়ে তিনি জানিয়েছেন, কুকুরটি রোজ বালকটির সঙ্গে স্কুলে আসে। বালকটি যত ক্ষণ ক্লাসে থাকে, কুকুরটি বাইরে অধীর আগ্রহে বন্ধুর জন্য অপেক্ষা করে। কখনও আবার উঁকিঝুঁকি মেরে দেখে বালকটি ভিতরেই রয়েছে কি না। শিক্ষক বাইরে বেরিয়ে এসে বালকটিকে ভিতরে যেতে বললে সে ক্লাসের ভিতরে চলে যায়। কুকুরটিও তার পিছন পিছন এগিয়ে আসে। ক্লাসে ঢোকার মুখে দাঁড়িয়ে লেজ নাড়াতে থাকে সারমেয়টি। ক্লাসের অন্য ছাত্রেরা উঠে দাঁড়িয়ে তাঁদের বন্ধুর প্রিয় বন্ধুকে দেখতে থাকে। তার পর শিক্ষকের নির্দেশে তারা সকলে আবার যে যার জায়গায় বসে পড়ে। কিন্তু কুকুরটি তখনও ক্লাসের বাইরে ঠায় দাঁড়িয়ে তার বন্ধুকেই দেখে যায়। ভিডিয়োয় কুকুরটির এই আচরণের প্রশংসা করেছেন শিক্ষক। সেই মন ভাল করা ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।

‘ঘণ্টা’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর মানুষ ভিডিয়োটি দেখে ফেলেছেন। প্রায় ৪৪ হাজার নেটাগরিক ভিডিয়োটিতে ভালবাসা এঁকে দিয়েছেন। মন্তব্যবাক্সে নানা মন ভাল করা মন্তব্য করেছেন নেটাগরিকেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement