bizarre

আড়াই কোটির মালিক হয়েও জীবন নিয়ে হতাশ তরুণ! চাকরি ছাড়ার পরামর্শ চাইলেন সমাজমাধ্যমে

সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে এক জন রেডিট ব্যবহারকারী তাঁর মানসিক চাপের কথা লিখেছেন। সেখানে তিনি বলেছেন যে, তার কোনও ঋণ নেই এবং মোট সম্পদের পরিমাণ প্রায় আ়ড়াই কোটি টাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ১৫:২৩
Share:

—প্রতীকী ছবি।

কোটি কোটি টাকার মালিক। তাতেও জীবন নিয়ে হতাশ তরুণ। কারণ টাকা থাকলেও এখন তাঁর আপন বলতে কেউ নেই। আছে শুধু হতাশা আর একাকীত্ব। শুধু টাকাই সব কিছু নয়, যাঁরা এটা বলে থাকেন তাঁদের সঙ্গে দ্বিমত হওয়ার লোকের অভাব নেই। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি পোস্টে, এক জন রেডিট ব্যবহারকারী তাঁর মানসিক চাপের কথা লিখেছেন। সেখানে তিনি বলেছেন যে, তাঁর কোনও ঋণ নেই এবং মোট সম্পদের পরিমাণ প্রায় আ়ড়াই কোটি টাকা। টাকার অভাব না থাকলেও জীবনে অনেক কিছুর অভাব রয়েছে বলে জানিয়েছেন ৪২ বছর বয়সি তরুণ।

Advertisement

তিনি ওই পোস্টে লিখেছেন মা, বাবা, স্ত্রী বা সন্তান, কেউই নেই তাঁর জীবনে। আছে শুধু কর্মক্ষেত্রের চাপ, হতাশা ও একা থাকার অবসাদ। তিনি পোস্টে লিখেছেন, তাঁর বয়স ৪২ বছর এবং এখনও অবিবাহিত। পরিবারের কেউই তাঁর উপর নির্ভরশীল নন। কারণ পরিবার বলতে কেউই নেই ওই তরুণের।

তাঁর বাবা-মা অনেক আগেই মারা গিয়েছেন বলে লিখেছেন তিনি। ভবিষ্যতে তাঁর বিয়ে করার কোনও পরিকল্পনা নেই। এই ক’বছরে চাকরি করে আড়াই কোটি টাকা সঞ্চয় করে ফেলেছেন। পোস্টে তিনি আরও জানিয়েছেন, তিনি বেশ কিছু দিন আমেরিকায় ছিলেন। নিজের চাকরি নিয়েও খুশি নন তরুণ। ৮ ঘণ্টার চাকরিতে ক্লান্তি ও সবসময় চাপের মধ্যে কাজ করতে হয় তাঁকে বলে জানান তিনি। তিনি সমাজমাধ্যমে জানতে চান, ‘‘যদি আমি চাকরি ছেড়ে দিই, তা হলে ভবিষ্যতে এ রকম কিছু খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়বে। আমার মাসিক খরচ প্রায় ৫০ হাজার টাকা। আমি কি এখন অবসর নিতে পারি?’’ পোস্টটি পড়ার পর কিছু ব্যবহারকারী প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকে তাঁকে ফ্রিল্যান্স কাজ করার পরামর্শ দিয়েছেন। এক জন মজা করে লিখেছেন, ‘‘মনে হচ্ছে আপনি এফবিআইতে কাজ করেন। তাই আপনার পরিবার নেই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement