viral video

নেই রাতের ঘুম, ভেঙে পড়েছে স্বাস্থ্য, ‘নরকসম জীবন’ থেকে মুক্তি পেতে ৬০ হাজারি চাকরিতে ইস্তফা তরুণীর!

তরুণী জানিয়েছেন চাকরিটি ভালই ছিল। বেতনও যথেষ্ট। কিন্তু সপ্তাহে পাঁচ দিন রাতের শিফ্‌টে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৪
Share:

ছবি: সংগৃহীত।

৬০ হাজার টাকা বেতনের চাকরি এক কথায় ছেড়ে দিলেন তরুণী। স্বাস্থ্যকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাঁকে। একটি ইনস্টাগ্রাম ভিডিয়োয় তরুণী দাবি করেছেন, তাঁর চাকরিতে অন্য কোনও সমস্যা ছিল না। একটানা রাতের শিফ্‌টে চাকরি করতে তাঁর অসুবিধা হচ্ছিল। তাই তিনি ৬০ হাজার টাকার বেতনের চাকরির মায়া ছাড়তে বাধ্য হন। তরুণীর সেই ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োয় তরুণীকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমার ২২ বছর বয়স। আমি আর্থিক ভাবে স্থিতিশীল ছিলাম। তাই পছন্দটি সহজ ছিল। হয় টাকা, না হয় স্বাস্থ্য। আর, সত্যি বলতে, মানুষ ঠিকই বলে। টাকা হাতের ময়লা। আমার বিশ্বাস আমি আবার উপার্জন করতে পারব।’’ তরুণী জানিয়েছেন, তাঁর চাকরিটি ভালই ছিল। বেতনও যথেষ্ট। কিন্তু সপ্তাহে পাঁচ দিন তাঁকে রাতের শিফ্‌টে চাকরি করতে হত। ফলে অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। দু’দিন অন্তর তাঁর শরীরে সমস্যা দেখা দিচ্ছিল। হয় মাথা ব্যথা না হয় হজমের সমস্যা, মানসিক উদ্বেগ। শরীরের এই অবস্থায় রোজগার অর্থহীন, এই ভেবে চাকরিতে ইস্তফা দেন ২২ বছরের ওই তরুণী।

তরুণীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে তা ১৩ লক্ষ বার দেখা হয়েছে। ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। তাঁদের কেউ কেউ মনে করছেন, ৬০ হাজার টাকা বেতনে আর্থিক নিরাপত্তা বলে কিছু হয় না। আবার অনেকে মনে করছেন তরুণীর বাবা ও মার যথেষ্ট ধনী। তাই তিনি এই সিদ্ধান্ত নিতে পেরেছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘আমিও এই ভাবে রোজ রাতের শিফ্‌ট করি। শরীর অসুস্থ হলেও কিছু করার নেই। মাসের শেষে টাকাটা প্রয়োজন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement