ছবি: সংগৃহীত।
মেট্রোর কামরার মতো দিন দিন ঘটনাবহুল হয়ে উঠছে ট্রেনের কামরাও। যাত্রীদের বসার জায়গা নিয়ে হাতহাতি, লড়াই, আবার কখনও বিনা টিকিটে উঠে টিকিট পরীক্ষকের সঙ্গে বচসা, মারামারি। সেই রকমই একটি ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, একটি দূরপাল্লার ট্রেনের সাধারণ কামরায় মারামারিতে জড়িয়ে পড়েছেন দু’জন যাত্রী। একটি কামরার মধ্যে বসার আসন নিয়ে হঠাৎ করেই মারপিট শুরু হয়ে যায় দুই তরুণের। এমনই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।
‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ নীচে দাঁড়িয়ে বার্থে বসে থাকা এক যাত্রীর পা ধরে টেনে নামানোর চেষ্টা করছেন। উপরের বার্থে বসা যাত্রী পিছলে পড়ে যাওয়া আটকাতে হাতল ধরে থাকার চেষ্টা করেন। নীচে থাকা তরুণ গায়ের জোরে তাঁকে টেনে নামানোর চেষ্টা করতেই হড়কে পড়ে নীচে ঝুলতে থাকেন বার্থে বসে থাকা তরুণ। দুই পা দিয়ে শক্ত করে নীচে থাকা তরুণের কাঁধটি আঁকড়ে ধরে থাকেন। তার পরই শুরু হয়ে যায় ধুন্ধুমার লড়াই। বার্থে থাকা যাত্রী ঝাঁপিয়ে পড়ে কিল-চড়-ঘুষি মারতে থাকেন অপর তরুণকে।
ইতিমধ্যেই দু’লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। দু’হাজারেরও বেশি লাইক পড়েছে তাতে। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই মজার মজার মন্তব্য করেছেন। এক জন মন্তব্য করেছেন, ‘‘প্রতিটি রেলসফরেই বিনামূল্যে এই ধরনের নাটক দেখার সুযোগ মেলে।’’