ছবি: সংগৃহীত।
দলের নেতাকে মালা পরিয়ে তার গালে সপাটে চড় মারলেন দলেরই এক কর্মী। একটি ভূমিপূজার অনুষ্ঠানে গিয়ে প্রাক্তন সঙ্গীর হাতে লাঞ্ছিত হতে হল সুহেলদেব স্বাভিমান দলের সভাপতি মহেন্দ্র রাজভরকে। তাঁকে চড় মেরেছেন ব্রিজেশ রাজভর নামে ওই কর্মী। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে। সেই ঘটনারই ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা নজর কেড়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
‘রাম সেবক ইউপি’ নামের এক্স হ্যান্ডল থেকে ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, শুক্রবার উত্তরপ্রদেশের জৌনপুর জেলায় একটি ভূমিপূজার অনুষ্ঠান ছিল। সেখানে মহারাজা সুহেলদেবের বিজয় দিবস উদ্যাপন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিলে। ভিডিয়োয় দেখা গিয়েছে মঞ্চে আরও অনেকের সঙ্গে দাঁড়িয়েছিলেন দলের সভাপতি ব্রিজেশ। তাঁকে মালা পরাতে ওঠেন ব্রিজেশ নামে দলেরই এক কর্মী। অভিযোগ, তার পর আচমকাই পর পর চড় মারতে শুরু করেন ব্রিজেশ। ঘটনার পর ব্রিজেশের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন মহেন্দ্র।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মহেন্দ্র জানান যে, ভূমিপুজোর সময় ব্রিজেশ তাকে মালা পরিয়েছিলেন। সভাপতি অভিযোগ করেন, যখন তাঁর বক্তৃতা করার পালা এসেছিল তখন তাঁকে বেশ কয়েক বার চড় মারেন ব্রিজেশ। তাঁর আরও অভিযোগ, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির নেতা ও যোগী আদিত্যনাথের সরকারের একজন মন্ত্রী ওম প্রকাশ রাজভরের নির্দেশে ব্রিজেশ এই হামলা চালিয়েছেন। অন্য দিকে, মহেন্দ্রের আনা অভিযোগ অস্বীকার করেন ব্রিজেশ। পাল্টা অভিযোগ তুলে তিনি বলেন, ‘‘অনুষ্ঠানে এসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার সময় গালিগালাজ শুরু করেন মহেন্দ্র।’’