viral video

কলির বসুদেব! সন্তানকে বাঁচাতে গলাজলে ডুবে রইলেন বাবা, ভিডিয়ো দেখে চোখ ভিজল নেটাগরিকদের

ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাস্তাঘাট সম্পূর্ণ ডুবে গিয়েছে। জলের স্তর কাঁধ পর্যন্ত পৌঁছে গিয়েছে। বাড়ি হোক বা দোকান, সব কিছুই জলের নীচে চলে গিয়েছে। সেই অবস্থায় এক তরুণকে সন্তানকে মাথায় নিয়ে জলের মধ্য দিয়ে হেঁটে যেতে দেখা গিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১৪:৩৭
Share:

ছবি: সংগৃহীত।

গলা পর্যন্ত ডুবে গিয়েছে জলে। যে দিকে তাকানো যায় শুধু জল আর জল। বাড়ি, ঘর, দোকানপাট সবই জলের তলায়। সেই অবস্থাতেই মাথায় করে সন্তানকে নিরাপদ জায়গায় পৌঁছে দিতে জীবনের ঝুঁকি নিলেন এক তরুণ। গলা পর্যন্ত জলের মধ্যে ধাতব একটি পাত্র মাথায় রেখে হেঁটে আসতে দেখা গিয়েছে তাঁকে। সেই পাত্রের মধ্যে শোয়ানো একরত্তি শিশু। এমনই একটি হৃদয়স্পর্শী ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই তরুণ মাথায় একটি বড় গামলার ভিতরে ছোট্ট সন্তানকে শুইয়ে রেখেছেন। হাঁটতে হাঁটতে তিনি জলমগ্ন রাস্তা পার হচ্ছেন। জলের স্তর তাঁর ঘাড় পর্যন্ত পৌঁছে গিয়েছে, তবুও হাত উঁচু করে সন্তানকে রক্ষা করতে বদ্ধপরিকর তিনি। ভিডিয়োটি কোথায় বা কবে ঘটেছে সে সম্পর্কে কোনও তথ্য পাওয়া সম্ভব হয়নি। ভাইরাল এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাস্তাঘাট সম্পূর্ণ ডুবে গিয়েছে। জলের স্তর কাঁধ পর্যন্ত পৌঁছে গিয়েছে। বাড়ি থেকে দোকান, সব কিছুই জলে নীচে চলে গিয়েছে। সেই অবস্থাতেই তরুণকে জলের মধ্য দিয়ে হেঁটে যেতে দেখা গিয়েছে। কাঁধ ছাপিয়ে জল তাঁর গলা পর্যন্ত পৌঁছেছে। মাথায় বড় একটি গামলার মতো পাত্রে শিশুটি শুয়ে রয়েছে। তরুণকে সাহায্য করার জন্য আরও এক জন তাঁর পিছনে ছিলেন। রাস্তায় থাকা লোহার তার ধরে ধরে তাঁরা দু’জনেই ভারসাম্য বজায় রেখে রাস্তা পেরোতে থাকেন।

‘কেশব মিনা’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এই ভিডিয়োটি কয়েক লক্ষ বার দেখা হয়েছে। সন্তানের নিরাপত্তার জন্য বাবার হাল না ছাড়ার এই দৃশ্যটি মন ছুঁয়ে গিয়েছে সমাজমাধ্যম ব্যবহারকারীদের। ভিডিয়োটিতে ৭৮ হাজারের বেশি লাইক জমা পড়েছে। সন্তান ও তরুণের জন্য উদ্বেগ প্রকাশ করেছেন বহু নেটাগরিক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement