viral video

রাস্তা পার হচ্ছিল চিতাবাঘ, বাইকের ধাক্কায় ছিটকে পড়ে আহত শ্বাপদ! ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে

চিতাবাঘটির সঙ্গে বাইক-আরোহীর ধাক্কা লাগে এবং দু’জনেই আহত হয়। বাইক-আরোহী ছিলেন এক জন দুধবিক্রেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:১৭
Share:

—প্রতীকী ছবি।

উদয়পুরে চিতাবাঘের হানায় আতঙ্কিত শহরবাসী। রাতের শহরে রাস্তায় টহল দিতে দেখা গেল প্রমাণদৈর্ঘ্যের একটি চিতাবাঘকে। জনবহুল এলাকায় সড়ক পার হচ্ছে চিতাবাঘটি, এমন সময় দ্রুত গতিতে আসা একটি মোটরবাইকের সঙ্গে ধাক্কা লাগে প্রাণীটির। সেই ভয়াবহ সংঘর্ষের ভিডিয়োই সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। গত রবিবার রাত ৮টা নাগাদ ঘটনাটি ঘটে। চিতাবাঘটির সঙ্গে বাইক-আরোহীর ধাক্কা লাগে এবং দু’জনেই আহত হয়। বাইক-আরোহী ছিলেন এক জন দুধবিক্রেতা। ধাক্কা লাগার পরই সমস্ত দুধ মাটিতে পড়ে ছড়িয়ে যায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

এক্স সমাজমাধ্যমে ‘কপিল শ্রীমালি’ নামের একটি হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, একটি চিতাবাঘ একটি পাঁচিলের পিছনে অন্ধকারে ঘাপটি মেরে বসে রয়েছে। রাস্তা ফাঁকা হতেই পাঁচিল থেকে লাফিয়ে রাস্তা পার হওয়ার জন্য দৌড়ে আসে। ঠিক সেই সময়ই এক জন দুধবিক্রেতা তাঁর বাইকের সঙ্গে দুধের পাত্র আটকে রেখে প্রবল গতিতে আসছিলেন। আচমকা চিতাবাঘটি তাঁর বাইকের সামনে পড়ে ও দু’জনের মধ্যে সংঘর্ষ হয়। কিছুটা দূরে ছিটকে পড়ে হিংস্র প্রাণীটি।

চিতাবাঘটিকে কয়েক সেকেন্ডের জন্য রাস্তায় আহত অবস্থায় বসে থাকতে দেখা যায় এবং তার পর উঠে চলে যায়। কিন্তু বাইকচালক রাস্তার মাঝখানে বসে থাকেন। ভিডিয়োয় দেখা গিয়েছে রাস্তায় দুধ গড়িয়ে পড়ে রয়েছে। দুই ব্যক্তি ঘটনাস্থলে ছুটে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু বন্যপ্রাণীটিকে সেখানে বসে থাকতে দেখে তাঁরা ভয় পেয়ে পিছিয়ে যান। পরে একটি গাড়ি এসে থামে। সেই গাড়ির আরোহীরা আহত যুবককে তুলে নিরাপদে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement