viral video

নদীতে নেমে স্নান করার সময়ে ধেয়ে এল মূর্তিমান বিপদ! প্রাণ বাঁচাতে ‘অমিতাভ’ হলেন তরুণ

নদীতে স্নান করতে নেমেছিলেন ওই তরুণ। ভিডিয়োটি কোথায় তোলা সেই অবস্থান অবশ্য স্পষ্ট নয়। সেই সময় দেখা গেল, জল কেটে এগিয়ে আসছে মূর্তিমান বিপদ।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:০৩
Share:

ছবি: সংগৃহীত।

উন্মুক্ত প্রকৃতির স্বাদ নিতে নদীর জলে নেমে স্নান করতে গিয়ে মৃত্যুমুখ থেকে বেঁচে ফিরলেন এক তরুণ। অপ্রত্যাশিত বিপদের হাত থেকে ভাগ্যের জোরে কোনও রকমে পরিত্রাণ পেলেন তিনি। জলের নীচে থাকা বিপদের আঁচ করতে পারেননি সেই তরুণ। না জেনেই নদীতে স্নান করতে গিয়ে কুমিরের খাদ্য হতে গিয়েও কোনও ক্রমে প্রাণ বাঁচিয়ে পারে উঠলেন। কয়েক ঘণ্টার মধ্যেই ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিয়োটি।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, নদীতে স্নান করতে নেমেছিলেন ওই তরুণ। ভিডিয়োটি কোথায় তোলা সেই অবস্থান অবশ্য স্পষ্ট নয়। জলে নেমে স্নান করার দৃশ্যটি পারে থাকা কেউ ক্যামেরাবন্দি করছিলেন। সেই সময় দেখা গেল জল কেটে এগিয়ে আসছে মূর্তিমান বিপদ। জলের রাজা কুমির স্নান করতে আসা যুবকটির দিকে এগিয়ে আসছে। প্রথমে তিনি বুঝতে পারেননি কী বিপদ অপেক্ষা করে আছে তাঁর জন্য। জলের নীচে অস্বাভাবিক কিছু অনুভব করেন। না বুঝেই কুমিরটিকে হাত দিয়ে ধরে ফেলেন। যুবক। ‘গঙ্গা যমুনা সরস্বতী’ সিনেমার এক দৃশ্যে কুমির কাঁধে পর্দায় হাজির হয়েছিলেন অমিতাভ। সেই ঘটনাই যেন মনে পড়াল এই ভিডিয়ো। এক মুহূর্তের জন্য আতঙ্কিত হয়ে পড়লেও উপস্থিতবুদ্ধি হারাননি তিনি। সরীসৃপটিকে আবার জলেই ছুঁড়ে ফেলেন এবং তিনি নৌকায় দ্রুত উঠে পড়েন। তাঁর পালানোর দৃশ্যটি দেখে অবাক হয়েছেন দর্শকেরাও।

ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট থেকে ছড়িয়ে পড়া ভিডিয়োটি দু’দিনেই কয়েক লক্ষ বার দেখা হয়েছে। যদিও এই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ছয় লক্ষেরও বেশি মানুষ ভালবাসার চিহ্ন এঁকে দিয়েছেন ভিডিয়োয়। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, “এই ব্যক্তি সম্ভবত ভেবেছিলেন তিনি বড় মাছ ধরেছেন!” আর এক জন মন্তব্য জুড়ে দিয়েছেন , “মানুষটি নির্ভীক!” তৃতীয় জন যোগ করেছেন, “অভিনন্দন! আপনি জীবনে আরও একটি সুযোগ পেয়েছেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement