viral video

ময়াল, গোখরোকে উদ্ধার করে রাস্তায় টেনেহিঁচড়ে, মুখ বেঁধে স্টান্ট, ভিডিয়ো তরুণের, ভাইরাল হতেই ব্যবস্থা নিল বন দফতর

ভিডিয়োয় দেখা গিয়েছে সাদা রঙের একটি গাড়ির বনেটের উপর বসে রয়েছেন তরুণ। তাঁর হাতে ধরা দুটি সাপ। মাটিতে ঘষা খাচ্ছে হাত থেকে ঝোলা সাপ দু’টি। আরও একটি সাপকে টেনেহিঁচড়ে রাস্তা দিয়ে নিয়ে আসতে দেখা যায় ওই তরুণের সঙ্গীকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১৪
Share:

ছবি: সংগৃহীত।

দু’টি ময়াল ও একটি গোখরো নিয়ে রাস্তায় ‘খেলা’ দেখালেন দুই তরুণ। সাপগুলিকে উদ্ধার করে তাদের নিয়ে যাওয়ার সময় নির্যাতন করা হয় বলে অভিযোগ উঠেছে তরুণদের বিরুদ্ধে। ময়ালটিকে হাতে ধরে তার মুখে টেপ লাগিয়ে বেঁধে দেওয়া হয়েছে। অন্য সাপগুলিকে বস্তাবন্দি করার সময় রাস্তায় ফেলে লেজ ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হয়। ঘটনাটি কর্নাটকের শিবমোগা এলাকার। সাপের উপর নির্যাতন করার দু’টি ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা নিয়ে হইচই পড়ে যায়। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োগুলি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে অভিযুক্ত তরুণদের মধ্যে এক জনের নাম মহম্মদ ইরফান। তিনি স্বঘোষিত সাপ উদ্ধারকারী। সোমবার শিবমোগায় ইন্দিরানগরের মাথুর রোডে এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে সাদা রঙের একটি গাড়ির বনেটের উপর বসে রয়েছেন তরুণ। তাঁর হাতে ধরা দুটি সাপ। মাটিতে ঘষা খাচ্ছে হাত থেকে ঝোলা সাপ দু’টি। আরও একটি সাপকে টেনেহিঁচড়ে রাস্তা দিয়ে নিয়ে আসতে দেখা যায় ইরফানের সঙ্গীকে। সাপটির লেজ ধরে রাস্তায় ফেলে টানাটানি করে ভিডিয়ো করতে দেখা যায় সাদা জামা ও প্যান্ট পরা তরুণ ইরফানকে।

‘সঞ্জীবনী নিউজ়’ নামের একটি স্থানীয় সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা ভিডিয়োয় দেখা গিয়েছে, এক ব্যক্তি সরীসৃপগুলির মুখে টেপ লাগাচ্ছেন। অন্য দিকে আর এক জন ব্যক্তি তাদের ধরে রেখেছেন। ইরফানের রাস্তায় সাপ টেনে নিয়ে যাওয়ার ও টেপ দিয়ে মুখ বেঁধে দেওয়ার ভিডিয়ো প্রকাশ্যে আসতেই পদক্ষেপ করেছে বন দফতর। ভদ্রাবতী বন কর্মকর্তারা তৎপর হয়ে শিবমোগায় ইরফানের বাড়িতে অভিযান চালান। অভিযুক্তের বাড়িতে প্লাস্টিকের ব্যাগ থেকে তিনটি ময়াল এবং দুটি গোখরো উদ্ধার করেছেন বনকর্মীরা। ইরফানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement