ছবি: সংগৃহীত।
ভারতের আকাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটতে চলেছে। এমনই ভবিষ্যদ্বাণী করেছিলেন শ্রীলঙ্কার এক যাজক। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিয়োয় তেমনটাই দাবি উঠেছে। এক মিনিট ৩৩ সেকেন্ডের একটি ভিডিয়োয় এক সিংহলি ধর্মপ্রচারককে অহমদাবাদের মর্মান্তিক বিমান দুর্ঘটনার ‘ভবিষ্যদ্বাণী’ করতে দেখা গিয়েছে। ভিডিয়োয় একাধিক বার ওই যাজককে ‘ভারতের জাতীয় বিমান সংস্থা’র সঙ্গে জড়িত মাঝ-আকাশের সমস্যা সম্পর্কে জনগণকে সতর্ক করতে শোনা গিয়েছে। ভিডিয়োটি ভারতীয় শিল্পপতি হর্ষ গোয়েন্কা তাঁর এক্স হ্যান্ডল থেকে পোস্ট করেছেন। যদিও এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে ওই ধর্মযাজকের নাম জেরোম ফার্নান্দো। শ্রীলঙ্কার গ্লোরিয়াস চার্চের প্রধান যাজক তিনি। ২০২৪ সালের নভেম্বর মাসে তিনি একটি অনুষ্ঠানে হাজির হয়ে উপস্থিত ভারতীয়দের উদ্দেশে বলেন , ‘‘আমি কিছু দেখতে পাচ্ছি। ভারতের জাতীয় বিমান সংস্থা দেশের মধ্যে উড়ছে আর আকাশে সেটির জন্য বিপদ অপেক্ষা করছে। আপনারাও দেখতে পাবেন। আকাশেই সমস্যা হবে।’’ এর কয়েক মাস পরে ২০২৫ সালের এপ্রিল মাসে আরও একটি অনুষ্ঠানে এসে তিনি বলেন, ‘‘লাল রঙের বিমানে চড়া এড়িয়ে চলুন।’’ সেই ভবিষ্যদ্বাণীর ৪৯ দিন পরই এয়ার ইন্ডিয়ার বিমানটি দুর্ঘটনায় পড়ে। সেটির রং লাল ছিল।
এক্স হ্যান্ডল থেকে ফার্নান্দোর ভবিষ্যদ্বাণীর ভিডিয়ো শেয়ার করে হর্ষ গোয়েন্কা লিখেছেন, ‘‘অবিশ্বাস্য, তাই না?’’ ভিডিয়োটি এখনও পর্যন্ত চার লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যম ব্যবহারকারীরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। নীলিমা শ্রীবাস্তব নামে একজন এক্স ব্যবহারকারী দাবি করেছেন, জেরোম ফার্নান্দোর এই দাবি ভুল। কারণ তিনি মাঝ-আকাশে দুর্ঘটনার কথা বলেছেন। বিমানটি ওড়ার সঙ্গে সঙ্গে দুর্ঘটনার কবলে পড়ে।