viral video

চিনামাটির পাত্রে টাকা জমিয়ে বিপদ, ‘ধন লুট’ করতে হামলা ক্ষুদ্র ‘ডাকাত’দের! মাথায় হাত মহিলার, রইল ভিডিয়ো

এক মহিলা হলুদ রঙের একটি চিনা মাটির পাত্র ভেঙে তাঁর জমানো টাকা বার করার চেষ্টা করছিলেন। তিনি আশা করেছিলেন কষ্টার্জিত টাকা বার করে এমন কিছু কিনবেন যা তাঁর প্রয়োজন মেটাবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ১৭:৫৭
Share:

ছবি: সংগৃহীত।

সংসার খরচ বা হাতখরচার টাকা বেঁচে গেলে অনেকে তা ব্যাঙ্কে জমা দেন না। বাড়িতে মাটি বা চিনামাটির টাকা জমানোর পাত্রে জমিয়ে রাখেন সেই টাকা। পরে প্রয়োজনমতো বার করে নিলেই হল। অনেকেই শখ করে এই ধরনের পাত্রে টাকা জমাতে পছন্দ করেন। সমাজমাধ্যমে তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে যেখানে এক মহিলাকে পাত্র ভেঙে টাকা বার করতে দেখা গিয়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। চিনামাটির পাত্রটি ভাঙতেই চক্ষু চড়কগাছ হয়ে ওঠে তাঁর।

Advertisement

ভিডিয়োয় দেখা গিয়েছে, ওই মহিলা হলুদ রঙের একটি চিনা মাটির পাত্র ভেঙে তাঁর জমানো টাকা বার করার চেষ্টা করছিলেন। তিনি আশা করেছিলেন কষ্টার্জিত টাকা বার করে এমন কিছু কিনবেন যা তাঁর প্রয়োজন মেটাবে। পাত্রটি ভেঙে ফেলতেই তাঁর আশা দুরাশায় পরিণত হয়।

টাকা জমানোর পাত্রটির ভিতরের দৃশ্য দেখে তিনি কার্যত ভেঙে পড়েন। কারণ তাঁর জমানো সমস্ত টাকায় উইপোকা লেগে গিয়েছে। সব ক’টি নোট উইপোকা কেটে নষ্ট করে দিয়েছে। সাধারণত ধাতুর মুদ্রাগুলি এই ধরনের পাত্রের মধ্যে রাখাই দস্তুর। ভিডিয়োয় দেখা গিয়েছে কয়েক গোছা নোট বেরিয়ে আসছে উইলাগা পাত্রটি থেকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

Advertisement

ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘র‌্যাপআউট’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর তা কয়েক লক্ষ বার দেখা হয়েছে। প্রচুর মন্তব্য জমা পড়েছে তাতে। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এই পাত্র মাটির তৈরি নয়, বরং সেরামিক পাউডার দিয়ে তৈরি। উইপোকারা আসল মাটির পাত্র আক্রমণ করে না।’’ অন্য এক জন লিখেছেন, “নিশ্চয়ই এটি কোনও স্যাঁতসেঁতে জায়গায় রাখা হয়েছিল। ছোট ছোট জিনিসের দিকে মনোযোগ না দিলে এমনটাই ঘটে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement