ছবি: সংগৃহীত।
রাস্তায় পড়ে গড়াগড়ি খাচ্ছেন এক তরুণী। শহরের ব্যস্ত রাস্তায় শুয়ে রয়েছেন ওই তরুণী। একের পর এক গাড়ি তাঁর পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কোনও দিকে হুঁশ নেই তাঁর। রাস্তা জুড়ে বসে থাকার ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। নিরাপত্তারক্ষী তাঁকে রাস্তা থেকে উঠে আসার জন্য অনুরোধ করলেও তাতে কান দেননি ওই তরুণী। তাঁর জন্য যে ব্যস্ত রাস্তায় বিশৃঙ্খলা তৈরি হয়েছে সে বিষয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ ছিল না তরুণীর। সংবাদ প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের দেহরাদূনে। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশিত হয়েছে । ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রাতের দিকে দেহরাদূনের রায়পুরে ব্যস্ত রাস্তার মাঝখানে বসে কালো টপ এবং ডেনিম পরা ওই তরুণী। তার ফলে সেখানে যানজট তৈরি হয়। ভিডিয়োয় দেখা গিয়েছে তরুণীর পাশ কাটিয়ে চলে যাচ্ছে একের পর এক স্কুটার ও বাইক। রাস্তার মাঝে বসে থাকার দরুন চার চাকার গাড়িগুলি থমকে দাঁড়িয়ে পড়েছিল। কয়েক জন বাইক আরোহী তাঁর পাশ দিয়ে গাড়ি চালিয়ে চলেও যান। তাঁদের মধ্যে কেউই বাইক থামিয়ে তাঁকে সাহায্য করতে এগিয়ে আসেননি। এক নিরাপত্তারক্ষী এগিয়ে এসে তরুণীর হাত ধরে তোলার চেষ্টা করেন। তরুণী সেই সাহায্য প্রত্যাখ্যানও করেন। পরে এক তরুণ এসে তাঁকে হাত ধরে টেনে তুলে রাস্তা থেকে সরিয়ে দেন।
‘সোলফ্যাক্ট’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। তরুণীর আচরণের নিন্দা করে প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। অনেকে মনে করছেন তরুণী মত্ত অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছেন।