Viral

তুলতুলে গোলাপি রঙের বল, নড়ে চড়ে খেলে বেড়াচ্ছে মায়ের চারপাশে! কী ওগুলো?

ভিডিয়োটি বহুবার শেয়ার হয়েছে ইন্টারনেটে। ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সমাজিক মাধ্যমের প্লাটফর্মে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২২ ২৩:১১
Share:

ভাইরাল হেজহগ পরিবার।

মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিল গোলাপি রঙের বলগুলো। পাশের কোটর থেকে একটা মুখ উঁকি দিতেই নড়ে চড়ে উঠল। যেন প্রাণ পেল!

Advertisement

কোটরের মুখখানা এ বার ইতিউতি চেয়ে আর একটু এগিয়ে আসে। দেখা গেল প্রাণ পাওয়া বলগুলোও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ওই মুখের কাছে। কাছে ঘেঁষতে চাইছে যেন।

এভাবেই এগিয়েছে ভিডিয়ো। যা বার বার দেখেও ক্লান্ত হচ্ছেন না দর্শকেরা। ফলে ভিডিয়োটি বহুবার শেয়ার হয়েছে ইন্টারনেটে। ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সমাজিক মাধ্যমের প্লাটফর্মে।

Advertisement

ভিডিয়োটি একটি হেজহগ পরিবারের। হেজহগেরা হল কিছুটা সজারুর মতো দেখতে এক ধরনের স্তন্যপায়ী প্রাণী। তবে সজারুদের মত এদের কাঁটা অত বড় নয়। আবার সজারুর মত এদের কাঁটা খসানোও যায় না। ভিডিয়োয় দেখা গিয়েছে মা হেজহগ আর তার ছানা হেজহগেদের। কোটর থেকে মুখ বের করা মায়ের কাছে যাওয়ার জন্য গোলাপি রাবারের বলের মত শরীরগুলোকে নাড়িয়ে চাড়িয়ে চার পায়ে এগিয়েছে তারা। তার পর নিশ্চিন্তে ঢুকে পড়েছে মায়ের শরীরের আড়ালে।

ভিডিয়োটি পোস্ট হওয়ার পর থেকে অন্তত ৩৫ লক্ষ বার দেখা হয়ে গিয়েছে। শেয়ারও হয়েছে ১৬ হাজার বার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন