viral video

রাতের আঁধারে বাইকসমেত জলে ভেসে যাচ্ছিলেন তরুণ, ‘দেবদূত’ হয়ে এলেন খাদ্য সরবরাহকারী কর্মীরা, প্রকাশ্যে ভিডিয়ো

রাতের অন্ধকারে বাইক নিয়ে জমা জলের স্রোতের টানে ভেসে যাচ্ছিলেন এক তরুণ। তাঁকে বাঁচাতে এগিয়ে আসেন দুটি ভিন্ন খাবার সরবরাহকারী সংস্থার কর্মীরা। সেই অভিজ্ঞতার কথা সমাজমাধ্যমে প্রকাশ করেছেন তরুণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৮
Share:

ছবি: সংগৃহীত।

প্রবল বৃষ্টিতে বাইক–সহ ভেসে যাচ্ছিলেন এক তরুণ। সময়মতো তাঁকে সেই বিপদ থেকে উদ্ধার করলেন দুটি ভিন্ন খাবার সরবরাহকারী সংস্থার দুই কর্মী। প্রবল বৃষ্টি ও জল জমে যাওয়ায় বাইক নিয়ে মাঝরাস্তায় আটকে পড়েন হায়দরাবাদের বাসিন্দা এক তরুণ। জমা জলের স্রোতের টান এতটাই বেশি ছিল যে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। তাঁকে বড় বিপদের হাত থেকে রক্ষা করতে উদয় হন দুই কর্মী। সেই ঘটনারই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

তরুণ তাঁর এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে তাঁর অভিজ্ঞতার বর্ণনা দিয়েছেন। ভিডিয়োটি পোস্ট করে তিনি লিখেছেন, ‘‘আপনাদের জানাতে চাই যে রাইডারেরা এই বন্যার সময় কেবল খাবারই পৌঁছে দেন না। বরং তাঁরা আমাকে এবং আমার বাইকটিকে ভেসে যাওয়ার হাত থেকেও বাঁচিয়েছেন। হায়দরাবাদে মধ্যরাতে বাড়ি পৌঁছোনোর চেষ্টা করা আমার মতো শত শত মানুষের জন্যও তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।’’ তিনি পোস্টে উল্লেখ করেছেন, সে দিন রাতে বাইক নিয়ে জলের তোড়ে তাঁর ভেসে যাওয়ার উপক্রম হয়েছিল। দু’টি ভিন্ন সংস্থার খাবার সরবরাহকারী কর্মীরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন তাঁর দিকে।

ভিডিয়োটি দেখে মন্তব্য বিভাগে ওই কর্মীদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকেরা। ‘সুমিতঝা’ নামের অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োটি কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ৬ লক্ষ বার দেখা হয়েছে। এক নেটমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘কিছু মানুষ ছদ্মবেশে এসে দেবদূতের মতো সাহায্য করার জন্য সব সময় প্রস্তুত থাকেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘প্রকৃত নায়কেরা টুপি পরেন না; তাঁরা মাঝেমাঝে খাবার সরবরাহকর্মীর ইউনিফর্ম পরেও আসেন।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement