ছবি: সংগৃহীত।
ঝড়ের গতিতে ছুটে এসে ডিভাইডারে ধাক্কা মারল বিলাসবহুল ল্যাম্বরঘিনি। ভয়ঙ্কর বেগে ছুটে আসা কোটি কোটি টাকার গাড়ি ধাক্কার অভিঘাতে দুমড়ে-মুচড়ে গিয়েছে। শনিবার সকাল ৯টা নাগাদ মুম্বইয়ের কোস্টাল রোডে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গাড়িটি। ভয়াবহ সেই দুর্ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল ভিডিয়োয় ধরা পড়েছে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তও। কমলা রঙের গাড়িটিকে বৃষ্টিভেজা সড়ক দিয়ে তিরবেগে ছুটে আসতে দেখা গিয়েছে। সংবাদমাধ্যম সূত্রে খবর, গাড়িটি চালাচ্ছিলেন অতীশ শাহ নামের এক প্রৌঢ়। রাস্তা ভিজে থাকায় চাকা পিছলে যায়। ফলে নিয়ন্ত্রণ হারান চালক। শাহ নেপিয়ান সি রোড থেকে দক্ষিণ মুম্বইয়ের কোলাবা যাচ্ছিলেন তিনি। তবে ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায় নি। ল্যাম্বরঘিনিটি আদতেই কত বেগে ছুটছিল, সে সব সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
ভিডিয়োয় দেখা গিয়েছে, দুর্ঘটনার পর গাড়িটির সামনের অংশ সম্পূর্ণ তুবড়ে গিয়েছে। সামনের ও পিছনের অংশের বাম্পার ভেঙে গিয়েছে। গাড়ির হুড ছিঁড়ে গিয়েছে। বনেটের অবস্থাও তথৈবচ। ভেঙে গিয়ে গাড়ির ভিতরের যন্ত্রাংশ বেরিয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছোয়। ভিডিয়োটি ‘গৌতমসিংহানিয়া৯৯’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ক্ষতিগ্রস্ত গাড়িটি পরে রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয় এবং বেপরোয়া ভাবে গাড়ি চালানোর জন্য অতীশের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। গত মার্চ মাসেও একই ধরনের ঘটনার সাক্ষী ছিল দেশ। নয়ডায় ফুটপাথে বসে থাকা তিন শ্রমিককে ধাক্কা মেরে ফেলে দেয় বেপরোয়া গতিতে ছুটে আসা লাল রঙের একটি ল্যাম্বরঘিনি।