ছবি: সংগৃহীত।
মাঝেমধ্যেই সমাজমাধ্যমে নানা ভিডিয়ো প্রকাশিত হয় যেখানে দেখা যায় শিকার ধরে খেতে গিয়ে তা গলায় আটকে গিয়েছে সাপের। কখনও কখনও শিকার ভেবে বিজাতীয় বস্তুকেও গিলে খেতে দেখা গিয়েছে সরীসৃপ প্রাণীগুলিকে। অনেক সময় এমন ঘটনাও ঘটে যে শিকারকে গলাধঃকরণ করতে গিয়ে তা পেট বা শরীর ফুঁড়ে বেরিয়ে এসেছে তাদের। তেমনই এক ভয়াবহ ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে একটি গোখরোর গলা থেকে ধারালো একটি অস্ত্র বার করে আনছেন দুই যুবক। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গোখরো সাপের পেট থেকে ১২ ইঞ্চি লম্বা ও ২ ইঞ্চি চওড়া একটি ছুরি বার করে তাকে প্রাণে বাঁচিয়েছেন দুই তরুণ। সাধারণত গোখরো জ্যান্ত শিকার ধরে খেতে পছন্দ করে। কোনও কারণবশত এই বিষধর সাপটি ধারালো ছুরিটি গিলে ফেলেছিল। সংবাদ প্রতিবেদন অনুসারে ঘটনাটি কর্নাটকের একটি গ্রামে ঘটেছে। গ্রামেরই এক বাসিন্দার রান্নাঘরের মেঝেতে একটি ছুরি পড়েছিল। গোখরোটি সম্ভবত খাবারের সন্ধানে ঘরে প্রবেশ করেছিল। চকচকে ছুরিটি কোনও শিকার বা খাদ্যদ্রব্য ভেবে ভুল করেছিল সাপটি। এটি গিলে ফেলতেই বিপদে পড়ে যায়।
বাড়ির লোকেরা সাপটিকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ এক জন সাপ উদ্ধারকারীকে খবর দেন। উদ্ধারকারী কিছু ক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছোন। সঙ্গে আসেন এক জন পশুরোগ চিকিৎসকও। তাঁরা দু’জনে সাপটির চোয়াল ধরে খুব সাবধানে ছুরিটি সাপটির পেট থেকে ধীরে ধীরে টেনে বার করে আনেন। ভিডিয়োটি ইনস্টাগ্রামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সমাজমাধ্যম এক্সেও ভিডিয়োটি ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক-কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যমে।