ছবি: সংগৃহীত।
আবার পিটবুলের আক্রমণের শিকার হল ছ’বছরের এক শিশু। রাস্তার এক ধারে দাঁড়িয়ে থাকা নাবালকের দিকে তেড়ে এসে ঝাঁপিয়ে পড়ে কুকুরটি। ভয়াবহ ঘটনাটি ঘটেছে রাজধানীর বুকে। কোনও কারণ ছাড়াই শিশুটিকে পিটবুলটি আক্রমণ করে। দিল্লির প্রেম নগর এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া ভিডিয়োটি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কুকুরটি বাড়ি থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে থাকা শিশুটির দিকে তেড়ে আসে। আতঙ্কিত শিশুটি পালাবার জন্য দৌড়োনোর চেষ্টা করতেই কুকুরটি তার উপর ঝাঁপিয়ে পড়ে। হোঁচট খেয়ে রাস্তায় পড়ে যেতেই শিশুটির কান কামড়ে ধরে পিটবুল। ছেলেটির কান ধরে টেনে নিয়ে যায় হিংস্র সারমেয়টি। শিশুটির পিছু পিছু এক মহিলা ছুটে এসে কুকুরটিকে টেনে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিছু ক্ষণ পরে, এক ব্যক্তিকে সাহায্যের জন্য এগিয়ে আসতে দেখা যায়। কয়েক মুহূর্ত পর মহিলাটি কুকুরটিকে সরিয়ে দেন। অন্য ব্যক্তি দ্রুত আহত শিশুটিকে তুলে নিরাপদ স্থানে নিয়ে যান।
সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, এই ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে। কুকুরের মালিক রাজেশ পালকে গ্রেফতার করা হয়েছে। রাজেশ পেশায় দর্জি। পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় বিনয় এনক্লেভ এলাকায় যখন শিশুটি তার বাড়ির বাইরে খেলছিল তখনই এই ঘটনাটি ঘটে। পিটবুলটি হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে এসে তাকে আক্রমণ করে। কুকুরটি শিশুটির ডান কান কামড়ে ধরে। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে রোহিণীর বিএসএ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানেই চিকিৎসা চলছে শিশুর। ‘আইঅঙ্কুরসিংহ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করার পর তা দেখে শিউরে উঠেছেন নেটাগরিকেরা। শিশুটির জন্য উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই।