ছবি: সংগৃহীত।
গুগ্লের চালে মাত হলেন গাড়িচালক। গুগ্ল ম্যাপ অনুসরণ করে ফ্যাসাদে পড়লেন পর্যটক। গাড়ি নিয়ে সোজা উঠে গেলেন এক মন্দিরের চাতালে। ২৬ জানুয়ারি জয়পুরের ঐতিহাসিক বিড়লা মন্দিরে ভক্তদের ভিড়ের মধ্যে মূর্তিমান বিভীষিকার মতো হাজির হয় সাদা রঙের গাড়িটি। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, গাড়িটি মন্দিরের প্রবেশদ্বার ভেদ করে সিঁড়িতে নেমে এসেছে। গাড়িটি সিঁড়ির ধাপের একেবারে কিনারায় এসে থেমে গিয়েছে। ছুটির দিন হওয়ায় ওই দিন মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়েছিল। ভরা মন্দিরে গাড়িটি ছুটে আসতেই হইচই পড়ে যায় দর্শনার্থীদের মধ্যে। মন্দিরে ভক্তদের ওঠার জন্য নির্দিষ্ট সিঁড়িতে গাড়িটিকে ছুটে আসতে দেখে আতঙ্কের সৃষ্টি হয়। বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। তবে সৌভাগ্যবশত কোনও হতাহতের ঘটনা ঘটেনি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভুল বুঝতে পেরে চালক হঠাৎ ব্রেক কষেছিলেন, ফলে অল্পের জন্য একটি গুরুতর দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। ভক্তদের রেকর্ড করা ভিডিয়োগুলি দ্রুত সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এবং এলাকাটি ঘিরে ফেলে। গাড়িটি সিঁড়ি থেকে সাবধানে সরিয়ে নিতে প্রায় দু’ঘণ্টা সময় লেগেছে। জিজ্ঞাসাবাদের সময়, চালক পুলিশকে জানিয়েছেন যে তিনি গুগ্ল ম্যাপ দেখে গা়ড়ি চালিয়ে আসছিলেন। সেই পথনির্দেশ অনুসরণ করেই এই বিপত্তি। গাড়িটি ধীর গতিতে চালানোর ফলে কোনও ভয়াবহ দুর্ঘটনা ঘটেনি।
ভিডিয়োটি ইনস্টাগ্রামের ‘রংদেজয়পুর’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। গুগ্ল ম্যাপকে অন্ধ ভাবে অনুসরণ করার বিপদ নিয়ে নিজেদের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন নেটাগরিকেরা। এক নেটমাধ্যম ব্যবহারকারী ব্যঙ্গের সুরে লিখেছেন, ‘‘গুগ্ল ম্যাপ দেখুন, কিন্তু আপনার মস্তিষ্কের কিছুটা ব্যবহার করার চেষ্টা করুন।’’