viral video

নেত্রীর হাত থেকে সোনার চুড়ি ছিনিয়ে নিতে গিয়ে ধরা পড়লেন ডিএমকে নেতা! ভাইরাল ভিডিয়ো

মহিলা-সহ বেশ কয়েক জন ডিএমকে নেতাও উপস্থিত ছিলেন এই প্রতিবাদ অনুষ্ঠানে। শপথগ্রহণের সময় জাকির হুসেন নামের সেই নেতাকে দেখা গিয়েছে, তিনি তাঁর পাশে দাঁড়ানো নেত্রীর হাত বার বার স্পর্শ করছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ মার্চ ২০২৫ ১০:৫৩
Share:

ছবি: সংগৃহীত।

হিন্দি-বিরোধী শপথ অনুষ্ঠানে হাজির ছিলেন তামিলনাড়ুর ডিএমকে দলের একঝাঁক নেতা। তাঁদের মধ্যে এক পুরপিতাকে দেখা গেল এক নেত্রীর হাত থেকে সোনার অলঙ্কার খুলে নিতে। ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। সমাজমাধ্যমে ঝড় তুলেছে ভিডিয়োটি। হঠাৎ করে সেই নেতা কেন দলীয় সহকর্মীর হাত থেকে বালা খুলে নেওয়ার চেষ্টা করছেন, তা নিয়ে ধন্ধে পড়েছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। ভাইরাল হয়েছে ভিডিয়োটি (যদিও সেই ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

ভিডিয়োয় টি ডিএমকে পুরপিতা জাকির হুসেনকে একটি অনুষ্ঠানে হাজির হতে দেখা গিয়েছে। সেখানে উপস্থিত নেতারা হিন্দি ভাষার বিরুদ্ধে শপথ নিচ্ছেন । মহিলা-সহ বেশ কয়েক জন ডিএমকে নেতাও উপস্থিত ছিলেন এই প্রতিবাদ অনুষ্ঠানে। শপথগ্রহণের সময় জাকির হুসেন নামের সেই নেতাকে দেখা গিয়েছে, তিনি তাঁর পাশে দাঁড়ানো মহিলা নেত্রীর হাত বার বার স্পর্শ করছেন। তাঁর চুড়ি খুলে ফেলার চেষ্টা করতে দেখা গিয়েছে তাঁকে। পাশে দাঁড়িয়ে থাকা অন্য এক মহিলা জ়াকিরের হাতে থাপ্পড় মেরে তাঁকে নিরস্ত করার চেষ্টা করছেন। তা সত্ত্বেও একাধিক বার জ়াকিরের এই আচরণ ধরা পড়েছে ভিডিয়োয়।

ভিডিয়ো দেখে তীব্র সমালোচনা করেছেন সমাজমাধ্যম ব্যবহারকারীরা। মন্তব্য বিভাগে এক জন ব্যবহারকারী প্রশ্ন তুলেছেন, “নেতা কি সোনার চুড়ি হাতানোর চেষ্টা করছিলেন?’’ অন্য এক জন ব্যবহারকারীর মন্তব্য, ‘‘এটা কি খুনসুটি, না স্পর্শ করার অছিলা?’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement