ছবি: সংগৃহীত।
ট্রেনে খাবারের ‘অতিরিক্ত দাম’ নিচ্ছিলেন বিক্রেতারা। প্রতিবাদ জানাতেই যাত্রীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল বিক্রেতার বিরুদ্ধে। লোকজন জুটিয়ে এনে বেল্ট দিয়ে মারার অভিযোগ উঠেছে ওই খাবার বিক্রেতার বিরুদ্ধে। উত্তরপ্রদেশের ঝাঁসি স্টেশনে আন্দামান এক্সপ্রেসের ঘটনা। কামরায় মারপিটের ঘটনাটির একটি ভিডিয়ো সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মধ্যপ্রদেশের বিনার বাসিন্দা নিহাল নামের এক যাত্রী তাঁর পরিবারের সঙ্গে কাটরা যাচ্ছিলেন। ট্রেনে আইআরসিটিসির ছাপ দেওয়া খাবার বিক্রি করেন এমন এক বিক্রেতার কাছ থেকে তিনি একটি নিরামিষ থালি অর্ডার করেন। সেই খাবারের নির্ধারিত মূল্য ছিল ১১০ টাকা। বিক্রেতা ১৩০ টাকা দাবি করেন। নিহাল সেই টাকা দিতে অস্বীকার করায় আরও কয়েক জনকে জুটিয়ে তাঁর উপর চড়াও হন অভিযুক্ত। ভিডিয়োয় দেখা গিয়েছে, খাবারের দাম বেশি নেওয়ায় কামরার ভিতরেই তরুণকে বেল্ট দিয়ে পর পর আঘাত করছেন ওই বিক্রেতা। অন্য যাত্রীরা তাঁদের থামার জন্য অনুরোধ করলেও খাবার বিক্রেতা বেল্ট দিয়ে বার বার আঘাত করতে থাকেন। আতঙ্কিত যাত্রীরা হস্তক্ষেপ করার চেষ্টা করলেও তাঁকে আটকাতে ব্যর্থ হয়েছেন। পুরো ঘটনাটিই ভিডিয়োয় ধরা পড়েছে।
‘এনসিএম ইন্ডিয়া কাউন্সিল ফর মেন অ্যাফেয়ার্স’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। ভিডিয়োটি বহু বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। সাড়ে তিন হাজার লাইক জমা পড়েছে তাতে। ভিডিয়োটিতে আইআরসিটিসিকে ট্যাগ করে লেখা হয়েছে, ‘‘ভারতীয় রেলের ‘ক্যাটারিং মাফিয়ারা’ আবার নিজমূর্তি ধারণ করেছে। ১১০ টাকার থালির জন্য ১৩০ টাকা দিতে অস্বীকার করার পর এক যাত্রীকে নির্মম ভাবে মারধর করা হল।’’ ভিডিয়োটি দেখে এক জন নেটমাধ্যম ব্যবহারকারীর মন্তব্য, ‘‘রেলের ক্যাটারিংয়ের গুন্ডাদের যাত্রীদের উপর আক্রমণ এখন প্রায় নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে।’’ রেলের ঝাঁসি বিভাগের জনসংযোগ আধিকারিক মনোজ কুমার জানিয়েছেন যে রেল কর্তৃপক্ষ ঘটনাটি লক্ষ করেছেন এবং বিষয়টি তদন্ত শুরু হয়েছে।