Uttar Pradesh

‘তোমার বাবার চাকর নই’ বলে বৃদ্ধাকে জুতোপেটার হুমকি পুলিশকর্মীর! ভিডিয়ো ভাইরাল হতেই জুটল শাস্তি

কর্তব্যরত অবস্থায় এক বয়স্ক মহিলার সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত মহিলা সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে। অভিযোগ, তদন্তের জন্য বৃদ্ধার বাড়ি গিয়ে তাঁকে জুতোপেটা করার হুমকি দিয়েছেন ওই মহিলা পুলিশকর্মী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০২৫ ১০:৫৭
Share:

কর্তব্যরত অবস্থায় এক বৃদ্ধাকে জুতোপেটা করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক মহিলা সাব-ইনস্পেক্টরের (এসআই) বিরুদ্ধে। অভিযুক্ত উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত। নাম উমা আগরওয়াল। সেই ঘটনার একটি ভিডিয়ো ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় এলাকায়। ভিডিয়োটি ভাইরাল হতেই তদন্তের নির্দেশ দিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, উমা এক বৃদ্ধা মহিলার বাড়ি গিয়ে তাঁকে হুমকি দিচ্ছেন। ভিডিয়োয় এসআইকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমার কথা শোনো, না হলে এমন জুতোপেটা করব যে তোমার চেহারা পাল্টে যাবে। আমি তোমার বাবার চাকর নই।’’ আশপাশের কয়েক জন মহিলা এসে ওই পুলিশকর্মীকে শান্ত করার চেষ্টা করেন। সেখানেই ভিডিয়োটি শেষ হয়ে যায়।

পুলিশের এই অভদ্র আচরণের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ভিডিয়োটি ‘হেট ডিটেক্টর’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করার পর বহু মানুষ তা দেখেছেন। সমাজমাধ্যম ব্যবহারকারীরা উমার অভদ্র আচরণের বিরুদ্ধে সমালোচনার ঝড় বইয়ে দেন। মহিলা পুলিশ আধিকারিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাতে শুরু করেন নেটাগরিকেরা। জনরোষ দেখে প্রশাসন তৎপর হয়। অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয় উত্তরপ্রদেশে পুলিশ। সমাজমাধ্যমে পোস্ট করে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত এসআই-এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে বেরিয়ে আসা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement