ছবি: সংগৃহীত।
শাবককে রক্ষার জন্য মায়ের সাহসের কাছে বনের সবচেয়ে হিংস্র প্রাণীর আক্রমণের ভয়ও তুচ্ছ। বিশেষ করে মা হাতি। শাবকদের আগলে রাখার জন্য সিংহীদের মুখোমুখি দাঁড়াতেও পিছপা হয় না সে। মা হাতিরা তাদের বাচ্চাদের প্রতি অত্যন্ত সংবেদনশীল এবং তাদের অঞ্চলে কোনও প্রাণী শিকার করলে তারা অস্বস্তিতে পড়ে যায়। তেমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও সেই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি গাছের আড়াল বসে মহানন্দে শিকারকে উদরসাৎ করছে এক সিংহী। শাবকদের বিপদ দূর করতে সিংহীটিকে সেখান থেকে তাড়িয়ে দিতে এগিয়ে যায় একটি স্ত্রী হাতি। গাছের আড়ালে থাকা বনের রানির দিকে তেড়ে যায় সে। বিপদের আঁচ পেয়ে প্রথমে শিকার ছেড়ে উঠে দাঁড়ায় সিংহীটি। সিংহীটি তৎক্ষণাৎ হাতির সঙ্গে লড়াই করার জন্য প্রস্তুত হয়। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যে, যদি সে হাতিটিকে আক্রমণ করে বসে তাহলে তাঁর বেঁচে থাকার সম্ভাবনা কম। সিংহীটি উঠে দাঁড়াতেই প্রচণ্ড জোরে ডাক ছেড়ে তাকে সতর্ক করে দেয় মা হাতিটি। সেই হুমকিতে থমকে দাঁড়ায় সিংহী। শিকার মুখে তুলে লেজ গুটিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় সে। আরও একটি সিংহী সেই পথ অনুসরণ করে।
ইনস্টাগ্রামে এই রিলটি ‘ওয়াইল্ডফ্রেন্ডআফ্রিকা’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে ‘‘যত ক্ষণ শাবকগুলি আশপাশে থাকে, মা হাতি কোনও অনুপ্রবেশকারীকে চায় না; সে সিংহ, চিতাবাঘ, হায়না, বন্য কুকুর, চিতা— যা-ই হোক না কেন!’’ ভিডিয়োটি সমাজমাধ্যমে বহু বার দেখা হয়েছে। হাজার হাজার লাইক জমা পড়েছে তাতে। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘জঙ্গলের আসল রাজা, হাতি!’’