viral video

ঘোড়ার সঙ্গে সখ্য পাতাতে গিয়ে বিপত্তি, চতুষ্পদের কামড় খেয়ে ছিটকে পড়লেন তরুণ! ভাইরাল ভিডিয়ো

কাদাভরা মাঠে ঘোড়াটির দিকে এগিয়ে তার গলার কাছে হাত বাড়াতেই তেড়ে আসে প্রাণীটি। সাদা গেঞ্জি পরা তরুণের পিঠে প্রচণ্ড কামড় বসিয়ে দেয় ঘোড়াটি। তিনি চিৎকার করে ওঠেন এবং ব্যথায় দ্রুত পিছু হটে যান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ০৯:৪২
Share:

ছবি: সংগৃহীত।

ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে বিপদে পড়লেন এক তরুণ। যদিও ঘোড়া আপাতদৃষ্টিতে একটি শান্ত প্রাণী বলেই পরিচিত। মাঝেমধ্যে মেজাজ বিগড়ে গেলে লাথি মেরে বিরক্তি প্রকাশ করতে দেখা যায় প্রাণীটিকে। সেই রকমই এক ঘটনা ঘটল এক তরুণের সঙ্গে। ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব করতে গিয়ে হিতে বিপরীত হল। সেই ঘটনারই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, এক তরুণ বাদামি রঙের বেশ বড় একটি ঘোড়ার সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করছে। একটি ফাঁকা কাদা ভরা মাঠে ঘোড়াটির দিকে এগিয়ে তার গলার কাছে হাত বাড়াতেই তেড়ে আসে প্রাণীটি। সাদা গেঞ্জি পরা তরুণের পিঠে প্রচণ্ড কামড় বসিয়ে দেয় ঘোড়াটি। তিনি চিৎকার করে ওঠেন এবং ব্যথায় দ্রুত পিছু হটে যান। তরুণের গায়ের থেকে গেঞ্জিটি তোলার পর দেখা যায় তাঁর পিঠে গভীর দাঁতের ছাপ বসে গিয়েছে। লাল হয়ে ক্ষতচিহ্ন সৃষ্টি হয়েছে তরুণের দেহে। ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন দর্শক।

একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি কবে বা কোথায় তোলা হয়েছে সে নিয়ে অবশ্য কোনও সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ভাইরাল ভিডিয়োটি ৪৪ লক্ষ বার দেখা হয়েছে সমাজমাধ্যমে। হাজার হাজার নেটাগরিক মন্তব্য পোস্ট করেছেন এই ভিডিয়োয়। এক জন ব্যবহারকারী লিখেছেন, ‘‘ঘোড়া সাধারণত এমন করে না, তরুণ নিশ্চয়ই আগে ঘোড়াটির সঙ্গে কিছু করেছে।’’ আর এক জন লিখেছেন, ‘‘তরুণ ঘোড়ার কাছে গিয়ে তার চুল টেনে ধরেছে? সেই কারণেই সে তাঁকে আক্রমণ করেছে। এটা প্রাপ্য ছিল। ভালো ঘোড়া। বুদ্ধিমান ঘোড়া।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement