viral video

রাতের অন্ধকারে জল কেটে সাঁতরে চলেছে ভয়ঙ্কর, সুন্দর সরীসৃপ! বনকর্মীদের ক্যামেরায় ধরা ভিডিয়ো ভাইরাল

একটি ছোট্ট ভিডিয়োয় দেখা গিয়েছে যে একটি অত্যন্ত বিষাক্ত সাপ অন্ধকারে জলের মধ্যে দিয়ে শান্ত ভাবে ঘুরে বেড়াচ্ছে। ভিডিয়োটি দর্শককে বনের অপরূপ সৌন্দর্য এবং বিপদ উভয়েরই কথাই যেন মনে করিয়ে দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০২৬ ১৪:১৯
Share:

ছবি: সংগৃহীত।

ঘন অন্ধকার বন। রাতে রুটিনমাফিক টহল দিতে বেরিয়েছিলেন বন দফতরের কর্মীর। জোরালো টর্চের আলো জলাভূমির দিকে পড়তেই দেখা গেল অদ্ভুত সুন্দর অথচ শিউরে ওঠার মতো দৃশ্য। তা দেখে স্তব্ধ হয়ে গিয়েছেন বনকর্মীরাও। জলাভূমিতে সরসর করে জল কেটে এগিয়ে চলেছে সুদর্শন এক সাপ। কালো রঙের শরীরে উজ্জ্বল হলুদের ডোরাকাটা। বনকর্মীদের নৈশটহলের একটি ভিডিয়ো সমাজমাধ্যম ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন বন দফতরের আধিকারিক প্রবীণ কাসওয়ান।

Advertisement

রাতপাহারার এই বিরল এবং আকর্ষণীয় মুহূর্তটি সমাজমাধ্যম ব্যবহারকারীদের দৃষ্টি আকর্ষণ করেছে। অনলাইনে পোস্ট করা একটি ছোট্ট ভিডিয়োয় দেখা গিয়েছে যে একটি অত্যন্ত বিষাক্ত সাপ অন্ধকারে জলের মধ্য দিয়ে শান্ত ভাবে ঘুরে বেড়াচ্ছে। ভিডিয়োটি দর্শককে বনের অপরূপ সৌন্দর্য এবং বিপদ উভয়েরই কথাই যেন মনে করিয়ে দেয়। রাতের অন্ধকারে কয়েক ফুট লম্বা সাপকে জলধারার মধ্যে সাঁতরাতে দেখা গিয়েছে। টর্চের আলোয় সাপের কালো এবং হলুদ দাগ স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। দৃশ্যটিকে স্পষ্টতই আকর্ষণীয় বলে মন্তব্য করেছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি পোস্ট করে প্রবীণ লিখেছেন, ভারতে পাওয়া যায় এমন একটি ভয়ঙ্কর বিষধর সাপ হল এই ব্যান্ডেড ক্রেট। গায়ের এই হলুদ ডোরা দাগগুলিই সাপটিকে স্বতন্ত্র করে তুলেছে।

ভিডিয়ো এক্স হ্যান্ডলে ছড়িয়ে পড়তেই বহু মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়োটি দ্রুত ভাইরাল হয়ে যায়। হাজার হাজার লাইক ও কমেন্ট জমা পড়েছে তাতে। বহু মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই সাপের চেহারা দেখে বিস্ময় প্রকাশ করেছেন, প্রশংসাও করেছেন। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘‘ভীষণ সুন্দর, কিন্তু চলমান বিপদ।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement