ছবি: সংগৃহীত।
প্রায় ফাঁকা প্ল্যাটফর্ম। ট্রেন ধরার অপেক্ষায় ইতিউতি ছড়িয়ে-ছিটিয়ে আছেন যাত্রীরা। আগের ট্রেনটি ধরতে না পারায় স্টেশনেই অপেক্ষা করছিলেন বিষয়স্রষ্টা এক তরুণ। হঠাৎ করেই তাঁর চোখ আটকে যায় এক অদ্ভুত দৃশ্যে। তাঁরই মতো এক যাত্রী বসে আছেন স্টেশনের এক কোণে। কাঁধ ঝুলে রয়েছে, মাথা নিচু। নীরবে অশ্রু ঝরে পড়ছে ওই তরুণের। শান্ত ভাবে বসে রয়েছেন তিনি। নেই আবেগের আতিশয্য। লুকিয়ে অশ্রুমোচন করছেন অপেক্ষমান যাত্রী। ইনস্টাগ্রামে এই হৃদয়গ্রাহী পোস্টটি ছড়িয়ে পড়তেই তা ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
কে বলে পুরুষেরা কাঁদেন না! তাঁরাও কাঁদেন, নীরবে। বিষয়স্রষ্টা তিলক দুবের শেয়ার করা এই ভিডিয়োটি দর্শকের মনে গভীর অনুরণন তুলে দিয়েছে। পোস্টে তিলক ট্রেন মিস করার পর মুম্বইয়ের বোরিভালি স্টেশনে অপেক্ষা করার বর্ণনা দিতে শুরু করেন। তার পরই তিলকের নজর পড়ে তাঁরই পাশে বসা এক যাত্রীর দিকে। চোখ অশ্রুতে চিকচিক করছে। তিলক আস্তে আস্তে এগিয়ে এসে অপরিচিত যাত্রীকে জিজ্ঞাসা করেন, সব কিছু ঠিক আছে কি না। অপরিচিত ব্যক্তিটি মাত্র কয়েকটি শব্দে উত্তর দেন, কিছু না, শুধু মনে পড়ে গেল। এটুকু বলেই তিনি আবার নিজের মধ্যেই হারিয়ে যান। পড়ে থাকে একরাশ নীরবতা।
ভিডিয়োটি ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়ার পর কয়েক লক্ষ বার তা দেখা হয়েছে। ভিডিয়োয় ৭৯ হাজারের বেশি লাইক জমা পড়েছে। পোস্টের ক্যাপশনে তিলক লিখেছেন, ‘‘পুরুষেরা প্রায়ই তাঁদের আবেগকে দমন করে। কেউ তাদের দুর্বল বলে বিচার করুক এই ভয়টাই কাজ করে।’’ তিলকের সঙ্গে সহমত প্রকাশ করে এক নেটাগরিক লিখেছেন, ‘‘পুরুষদেরও আবেগ আছে। সমাজের উচিত তাদের তা প্রকাশ করার সুযোগ দেওয়া।’’