viral video

দরজা খোলা পেয়ে বাড়িতে ঢুকে পড়ল হিংস্র শিকারি! টের পেতেই প্রাণ হাতে দৌড়োলেন বাসিন্দারা, প্রকাশ্যে ভিডিয়ো

মহারাষ্ট্রের নাসিকের জনবসতি এলাকায় উৎপাত শুরু করেছে দু’টি চিতাবাঘ। তাদের মধ্যে একটি ঢুকে পড়ে স্থানীয় বাসিন্দার বাড়িতে। সেই ঘটনারই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৫ ১১:২৮
Share:

ছবি: প্রতীকী।

দরজা খোলা পেয়ে সটান বাড়িতে ঢুকে লুকিয়ে পড়ল চিতাবাঘ। পরে বাসিন্দারা বাড়িতে ঢুকতে গিয়ে দেখেন সাক্ষাৎ মৃত্যুদূত আশ্রয় নিয়েছে বাড়িতে। সেই ঘটনারই একটি সিসিটিভি ফুটেজ প্রকাশিত হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটি দেখে আতঙ্কে ভুগতে শুরু করেছেন স্থানীয় লোকজন। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভিডিয়োটি এক রেডিট ব্যবহারকারী পোস্ট করে লিখেছেন তাঁর বন্ধুর বাড়িতে এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে। মহারাষ্ট্রের নাসিকের জনবসতি এলাকায় উৎপাত শুরু করেছে দু’টি চিতাবাঘ। তাদের মধ্যে একটি ঢুকে পড়ে ওই বাড়িতে। ভাইরাল সেই সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, বাড়ির লোহার খোলা গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকছেন এক তরুণ। তখনও কোনও কিছু বোঝা যায়নি। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখা যায় বাড়ির ভিতর থেকে পরিবারের অন্য সদস্যেরা প্রাণ হাতে করে নিয়ে দৌড়ে বেরিয়ে আসছেন। যে যে দিকে পারছেন ছুটে পালিয়ে যাচ্ছেন। এক জন ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গাছের আড়ালে লুকিয়ে পড়েন। কিছু ক্ষণ পর দেখা যায় বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছে প্রমাণ মাপের একটি চিতাবাঘ। খোলা দরজা দিয়ে ছুটে পালিয়ে যায় বন্যপ্রাণীটি। গাছের আড়ালে লুকিয়ে থাকার জন্য প্রাণে বেঁচে যান বাড়ির এক সদস্য।

রেডিটে পোস্ট করা ভিডিয়োটির ক্যাপশন ছিল, ‘‘শহরে দু’টি চিতাবাঘ ঘোরাফেরা করছে এবং তাদের মধ্যে একটি আমার বন্ধুর বাড়িতে ঢুকে পড়ে।’’ সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, চিতাবাঘের আক্রমণে শহরে কমপক্ষে ন’জন আহত হয়েছেন। তার পর দ্রুত উদ্ধারকারী দলকে ডাকা হয়। নাসিকের মহাত্মা নগর এলাকা থেকে অনেকের আহত হওয়ার খবর মিলেছে। পালানোর চেষ্টা করার সময় বেশ কয়েক জন বাসিন্দা হাতে ও মুখে আঘাত পেয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement