viral video

আরও শক্তি চাই, জিমে পায়ের ব্যায়াম করতে করতে কুকুরের খাবার চেখে দেখলেন তরুণ! রইল গা ঘিনঘিনে ভিডিয়ো

জিমে অনুশীলন করার সময় এক তরুণকে যন্ত্রের পাশে রাখা একটি প্যাকেট থেকে কিছু খাবার মুখে ঢুকিয়ে নিতে দেখা গিয়েছে। পায়ের ব্যয়ামের জন্য দ্রুত শক্তিবৃদ্ধি করতে প্রোটিন বুস্টার হিসাবে কুকুরের খাবার খেতে দেখা গিয়েছে ওই তরুণকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৬:১৪
Share:

ছবি: সংগৃহীত।

জিমে পায়ের ব্যায়াম করছিলেন। তার ফাঁকে প্যাকেট থেকে কিছু খাচ্ছিলেন তরুণ। ক্যামেরা জ়ুম করতেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। তরুণ যে প্যাকেট থেকে খাবার খাচ্ছিলেন সেটি আদতে মানুষের খাবার নয়। এক তরুণকে ওয়ার্ক আউটের সময় এমন একটি খাবার খেতে দেখা গিয়েছে যা আঁতকে ওঠার মতোই। সেই দৃশ্যটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জিমে পায়ের ব্যয়ামের জন্য একটি যন্ত্রে বসে কসরত করছেন এক তরুণ। একটি সেট সম্পূর্ণ করার পর তিনি বিরতি নেন। আর তখনই তিনি করে ফেলেন অদ্ভুত এক কাণ্ড। পাশে রাখা একটি প্যাকেট তুলে নেন। নতুন করে অনুশীলন শুরু করার আগে সেটি থেকে কিছু নিয়ে খেয়ে ফেলেন। প্যাকেটটি রাখতেই দেখা যায় সেটি আসলে বহুল পরিচিত একটি ব্র্যান্ডের কুকুরের খাবার। পায়ের ব্যয়ামের জন্য দ্রুত শক্তিবৃদ্ধি করতে প্রোটিন বুস্টার হিসাবে কুকুরের খাবার খেতে দেখা গিয়েছে ওই তরুণকে।

ভিডিয়োটি ‘অ্যাঞ্জেলএমডি১১০৩’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করে তরুণের খাদ্যাভ্যাস নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। পোস্টে লেখা হয়েছে, ‘‘ইদানীং জিমে কী ঘটছে! খাবারের পরিপূরক হিসাবে যা ব্যবহার করা হচ্ছে এবং তার থেকে যে ফলাফল পাওয়ার আশা করা হচ্ছে তা ভাল করে নজর করা উচিত। এই পণ্যগুলি কি সত্যিই শরীরের ক্ষমতা কিংবা স্বাস্থ্য বৃদ্ধি করছে? না কি কেবল অবাস্তব প্রত্যাশাগুলিকে বাড়িয়ে তুলছে?’’

Advertisement

ভিডিয়োটি ইতিমধ্যেই ৫০ লক্ষেরও বেশি বার দেখা হয়েছে। ৯ হাজার নেটাগরিক লাইক দিয়েছেন ভিডিয়োয়। ভিডিয়ো দেখে সমালোচনা শুরু হয়ে গিয়েছে নেটমাধ্যমে। অনেকেই লিখেছেন, প্রোটিনের জন্য মানুষের খাবারই কি যথেষ্ট নয়। বেশি প্রোটিনের জন্য কুকুরের খাবারে ভাগ বসানোর কী দরকার?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement