viral video

মোটা শীতপোশাক, হাসি হাসি মুখ, গরম জলের পুলের পাশে বসে তরুণীদের সঙ্গে হালকা মেজাজে একনায়ক কিম! রইল ভিডিয়ো

ভিডিয়োয় দেখানো হয়েছে উত্তর কোরিয়ার নেতা একটি স্পা পরিদর্শন করছেন। নবনির্মিত স্পায়ের উষ্ণ প্রস্রবণ এবং বিলাসবহুল রিসর্টগুলি ঘুরে দেখেন উত্তর কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক।।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১৪:২২
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

পরনে হাঁটুঝুল কালো রঙের কোট। সঙ্গে কালো প্যান্ট। মোটা শীতপোশাকে শরীর ঢেকে স্পা পরিদর্শনে এলেন উত্তর কোরিয়ার (পিপলস রিপাবলিক অফ কোরিয়া) প্রশাসক কিম জং উন। মুখে স্মিত হাসি নিয়ে স্পায়ের জলভর্তি পুলের সামনে বসে ছিলেন দেশটির একনায়ক। পুলে থাকা তরুণীদের সঙ্গে হালকা মেজাজে আলাপচারিতায় মাততেও দেখা যায় কিমকে। সেই ঘটনারই একটি ভিডিয়ো সম্প্রচার করেছে কিমের দেশের সংবাদমাধ্যম। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখানো হয়েছে উত্তর কোরিয়ার নেতা একটি স্পা পরিদর্শন করছেন। কোরিয়ার ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক নবনির্মিত স্পায়ের উষ্ণ প্রস্রবণ এবং বিলাসবহুল রিসর্টগুলি ঘুরে দেখেন। রাষ্ট্রীয় গণমাধ্যম রোডং সিনমুনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত ২১ জানুয়ারি কিম স্পাটি ঘুরে দেখেন। রিসর্টটিতে একাধিক স্নানের ব্যবস্থা ছিল। যেখানে অতিথিরা গরম জলের পুলে নেমে জলকেলি করছিলেন। তাঁদের সঙ্গে কথা বলতে বলতে পুলের পাশে বসে পড়েন কিম। হাত দিয়ে জল স্পর্শ করলেও তিনি জলে নামেননি। অনফো ওয়ার্কিং পিপলস হলিডে ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন দেশটির নেতা। কিম সেখানে সপার্ষদ পরিদর্শনে গিয়েছিলেন। ২০১৮ সালের জুলাই মাসে এই স্পাটি পরিদর্শন করেছিলেন। দুর্বল ব্যবস্থাপনা দেখে অসন্তোষও প্রকাশ করতে দেখা গিয়েছিল উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে। তাঁর নির্দেশে স্পাটিকে নতুন ভাবে নির্মাণ করা হয়।

‘টিএমজ়েড’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে তুমুল আগ্রহ চোখে পড়েছে। কয়েক লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। কারণ সাধারণত দেশটি সম্পর্কে খুব বেশি তথ্য বা ঘটনা প্রকাশ্যে আসে না। তাই ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নেটাগরিকদের কৌতূহলের বিষয় হয়ে দাঁড়িয়েছে ভিডিয়োটি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement