viral video

কিশোরের হাতে স্টিয়ারিং, মোড় ঘুরতেই পাঁচ বছরের খুদেকে ধাক্কা! টেনে নিয়ে গেল কয়েক মিটার, রইল হাড়হিম করা ভিডিয়ো

বিকেলের দিকে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল এক নাবালিকা। লাইসেন্সবিহীন কিশোর চালক একটি নম্বর ছাড়া সুইফ্‌ট গাড়ি নিয়ে রাস্তায় ঢুকে পড়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৪:১৫
Share:

ছবি: সংগৃহীত।

বাড়ির সামনের রাস্তায় একা একা খেলছিল এক নাবালিকা। খেলাচ্ছলে রাস্তার তিন মাথার মোড়ে আসতেই ঘটে যায় এক ভয়াবহ দুর্ঘটনা। উল্টো দিক থেকে বাঁক নেওয়া একটি চারচাকা ধেয়ে আসে শিশুটির দিকে। কালো রঙের নম্বরবিহীন গাড়ির স্টিয়ারিং ছিল এক কিশোরের হাতে! গাড়ির নীচে ঢুকে যায় শিশুটি। অহমদাবাদের নোবেল নগরের শিব বাংলো এলাকার এই ঘটনাটি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। ভাইরাল হয়েছে সেই ভিডিয়োটি। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে বিকেলের দিকে বাড়ির সামনের রাস্তায় খেলা করছিল শিশুটি। শান্ত পরিবেশটি হঠাৎ করেই অশান্ত হয়ে ওঠে। লাইসেন্সবিহীন কিশোর চালক একটি নম্বর ছাড়া সুইফ্‌ট গাড়ি নিয়ে রাস্তায় ঢুকে পড়ে। ভিডিয়োয় দেখা গিয়েছে কিশোরটি একটি ৫-৬ বছরের নাবালিকাকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেয়। নীচে ঢুকে যাওয়ায় শিশুটিকে কয়েক মিটার টেনে-হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। শিশুটির চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন। কোনও রকমে গাড়িটিকে থামিয়ে দিয়ে নেমে আসে সাদা গেঞ্জি পরা কিশোর। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভাগ্যক্রমে শিশুটি গাড়ির নীচ থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসে।

ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে। কী ভাবে এক কিশোর লাইসেন্স ছাড়া গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়তে পারে তা নিয়ে সমালোচনায় মুখর হয়েছেন নেটাগরিকেরা। অভিভাবকদের অবহেলা এবং কিশোর-কিশোরীদের বেপরোয়া আচরণ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে নেটপাড়ায়। ভিডিয়োটি ‘মোটরডেভ২’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়েছে। ১০ লক্ষ বার দেখা হয়েছে ভিডিয়োটি। প্রায় দশ হাজার নেটাগরিক লাইক দিয়েছেন তাতে। এক জন নেটমাধ্যম ব্যবহারকারী ক্ষোভপ্রকাশ করে লিখেছেন, “ওই ছেলেটির কী হবে যে এই বয়সেই গাড়ির চাবি হাতে পেয়েছে? ভারতে গাড়ি চালানোর আইনি বয়স কত?” অন্য এক ব্যক্তি লিখেছেন, “বাবা-মায়ের উচিত গাড়ির চাবি বাচ্চাদের কাছ থেকে দূরে রাখা!”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement