ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
সরকারি হাসপাতালের লিফ্টের মধ্যেই স্বাস্থ্যকর্মীর মঙ্গলসূত্র ও সোনার হার ছিনিয়ে নিয়ে পালাল এক দুষ্কৃতী। ভোপালের এমসের ঘটনা। ২৫ জানুয়ারি লিফ্টে ঢুকে তরুণীর সঙ্গে কথা বলতে বলতে সোনার গয়না ছিনতাই করে চম্পট দেন এক তরুণ। সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে সেই দৃশ্য। পরের দিন সেই ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই তা ভাইরাল হয়েছে। যদিও এই ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদ প্রতিবেদন অনুসারে, ঘটনাটি রবিবার ঘটলেও পরদিন তা প্রকাশ্যে এসেছে। এমসের ব্লাড ব্যাঙ্কের পিছনের একটি লিফ্টে ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। হাসপাতালের কর্তব্যরত কর্মী বর্ষা সোনি নামের ওই তরুণী লিফ্টে একা ছিলেন। ঠিক তখনই মাস্ক পরা এক তরুণ লিফ্টে ঢুকে পড়েন। বর্ষার সঙ্গে কথা বলার ভান করতে শুরু করেন তিনি। হাসপাতালের চক্ষু বিভাগ সম্পর্কে জানাতে চান ওই তরুণ। লিফ্টটি তৃতীয় তলায় থামতেই ছিনতাইকারী বেরিয়ে আসে। তার পর হঠাৎ পিছন ফিরে বর্ষার মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তরুণী বাধা দেওয়ার চেষ্টা করলেও অভিযুক্ত তাঁকে ধাক্কা দিয়ে সিঁড়ির দিকে পালিয়ে যায়। সঙ্গে নিয়ে যায় সোনার হারটিও। তরুণীর গলায় আরও একটি মুক্তোর হার ছিল। টানাটানির সময় সেটি ছিঁড়ে মাটিতে পড়ে যায়। রবিবার হওয়ায় মূল গেটে নিরাপত্তা ব্যবস্থাও ঢিলেঢালা ছিল বলে কোনও বাধা ছাড়াই ছিনতাইকারী হাসপাতাল থেকে বেরিয়ে চলে যায় বলে অভিযোগ।
লিফ্টের আশপাশে সেই সময় কোনও নিরাপত্তারক্ষীও উপস্থিত ছিলেন না। ঘটনার পর, বর্ষা লিফ্টের কাছে একা বসে কাঁদছিলেন। এক নিরাপত্তারক্ষীর নজরে পড়তেই তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ঘটনাটি জানান। বাগশেওয়ানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, তবে এখনও কোনও এফআইআর দায়ের করা হয়নি বলে সূত্রের খবর। এর আগে এমস ক্যাম্পাসে ছোটখাটো চুরির ঘটনা ঘটেছে। তবে লিফ্টের ভেতরে কোনও মহিলাকে লক্ষ্য করে ছিনতাইয়ের ঘটনা এই প্রথম।